সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই যে নীল পাখি… কথা হচ্ছে টুইটারের লোগো নিয়ে। এবার বিদায় নেবে টুইটারের (Twitter) সেই নীল পাখি! লোগো থেকে শুরু করে বহু ক্ষেত্রেই পরিবর্তন করা হতে পারে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের। এমনই ইঙ্গিত দিলেন এলন মাস্ক। টেসলা কর্তার টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী লিখেছেন তিনি? তাঁকে টুইট করতে দেখা যায়, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’ তাঁর এই পোস্টের পরই প্রশ্ন উঠেছে, ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছেন মাস্ক? এমনকী, এমনও প্রশ্ন ওঠে, টুইটার কি বন্ধ হয়ে যাবে? তবে সম্ভবত তেমন কোনও পরিকল্পনা নেই মাস্কের। তিনি আসলে টুইটারের রিব্র্যান্ডিং করতে চলেছেন। আর যা পরিবর্তনই আসুক, তার মধ্যে অন্যতম যে টুইটারের নীল পাখির বিদায় তা নিশ্চিত।
And soon we shall bid adieu to the twitter brand and, gradually, all the birds
— Elon Musk (@elonmusk) July 23, 2023
উল্লেখ্য, এর আগেও টুইটারের হোমপেজ থেকে উড়ে গিয়েছিল চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। তবে কয়েক দিনের মধ্যেই অবশ্য ফিরিয়ে আনা হয় নীল পাখির লোগোই।
গত বছরই টুইটার কিনে নিয়েছিলেন ধনকুবের মাস্ক। এরপর তিনি একে একে নানা পরিবর্তন করেছেন টুইটারে। ছাঁটাই করা হয়েছে বহু কর্মীকে। ব্লু টিক ভ্যারিফিকেশন তুলে এনেছেন সাবস্ক্রিপশন ভিত্তিক অ্যাকাউন্ট ভ্যারিফিকেশন। এবার লোগো-সহ আর কী পরিবর্তন করেন তিনি সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.