Advertisement
Advertisement
Elon Musk

ফেসবুক-ইনস্টা অকেজো হতেই জুকারবার্গকে তোপ মাস্কের, জানেন কত ক্ষতি হল মেটার?

দুই সোশাল মিডিয়া জায়ান্টের মালিক যেভাবে বাকযুদ্ধে জড়ালেন, তা কার্যত নজিরবিহীন।

Elon Musk pokes fun at Meta after Instagram, Facebook outage
Published by: Sulaya Singha
  • Posted:March 6, 2024 12:27 pm
  • Updated:March 6, 2024 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাত পৌনে ন’টা নাগাদ আচমকাই অকেজো হয়ে পড়ে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজারদের অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট হয়ে যায়। আর সেই নিয়েই রীতিমতো শোরগোল পড়ে যায় এক্স হ্যান্ডেলে। তবে আমজনতার আলোচনার মাঝে দুই সোশাল মিডিয়া জায়ান্টের মালিক যেভাবে বাকযুদ্ধে জড়ালেন, তা কার্যত নজিরবিহীন। টুইট করেই এলন মাস্ককে কটাক্ষ করলেন মার্ক জুকারবার্গ। মেটা কর্ণধারকে পালটা দিতে ছাড়লেন না মাস্কও!

গতকাল রাতে আচমকা ইউজারদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। প্রত্যেকেই প্রশ্ন করতে থাকেন, হঠাৎ কী গন্ডগোল হল! ইউজারদের কৌতূহল মিটিয়ে খানিক বাদে এক্স হ্যান্ডেলে জুকারবার্গ (Mark Zuckerberg) জানান, সার্ভার ডাউন। সেই কারণেই কাজ করছে না মেটার দুই প্ল্যাটফর্ম। তবে দ্রুত সমস্যা মিটে যাবে। এর পরই মাস্ককে খোঁচা দিয়ে বলেন, “এলন মাস্কও অবাক হয়ে যাবেন এই ভেবে যে এক্স হ্যান্ডেলে আচমকা এত ভিড় কেন?” যার পালটা দিয়েছেন মাস্কও।

Advertisement

[আরও পড়ুন: বাড়ল আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন, ফেসবুকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

এক্সের মালিক লেখেন, “এই প্ল্যাটফর্মে এই ধরনের মেসেজ লেখা যাচ্ছে, সবাই তা দেখতে পাচ্ছে। কারণ আমাদের সার্ভার খুব ভালো চলছে।” আবার ফেসবুক ও ইনস্টাগ্রাম ফিরতেই জুকারবার্গ নতুন একটি ছবি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে, তাঁর স্ত্রী তাঁর দিকে বন্দুক তাক করে রয়েছেন। সঙ্গে লেখা, “আর কিছুক্ষণ এই প্ল্যাটফর্মে থাকলে স্ত্রী আমায় খুন করবে।” ইউজারদেরও এই ‘নোংরা’ অ্যাপ ছেড়ে দিতে বলেন তিনি। মাস্কও দমার নন। তিনি মজার ছবি পোস্ট করে বুঝিয়ে দিতে চেয়েছেন, যখন ফেসবুক, ইনস্টা অকেজো হয়ে পড়েছিল, তখন এক্সই ক্যাপ্টেন হয়ে উঠেছিল। তাই সে স্যালুট পাওয়ার যোগ্য।

উল্লেখ্য, মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা দুই সোশাল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মেটা। জানা গিয়েছে একদিনে ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৪ হাজার ৮৭১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে মেটার।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে বাধা নেই সিবিআইয়ের!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement