Advertisement
Advertisement
Parag Agrawal

চাকরি যাচ্ছে পরাগ আগরওয়ালের, টুইটারের নতুন সিইও ঠিকও করে ফেলেছেন মাস্ক! দাবি রিপোর্টে

টুইটার ম্যানেজমেন্টের কাজে সন্তুষ্ট নন মাস্ক।

Elon Musk plans to replace Twitter CEO Parag Agrawal, says report | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 3, 2022 4:52 pm
  • Updated:May 3, 2022 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভবত জল্পনাতেই সিলমোহর পড়তে চলেছে। চাকরি খোয়াতে চলেছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। মাইক্রো ব্লগিং সাইটটির নতুন মালিক এলন মাস্ক নাকি পরাগ-সহ টুইটার ম্যানেজমেন্টের কাজকর্মে সন্তুষ্ট নন। পরাগের বদলে টুইটারের নতুন সিইও কে হবেন, সেটাও নাকি ঠিক করে ফেলেছেন আমেরিকান ধনকুবের। 

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতমাসের শেষে ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটিরও বেশি দরে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির মালিক হয়েছেন এলন মাস্ক। তারপর থেকেই টুইটার সিইও পরাগ আগরওয়ালের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। আসলে টুইটার কেনার অনেক আগে থেকেই এলন মাস্ক (Elon Mask) বলেছিলেন, টুইটারের বর্তমান বোর্ডের কার্যকলাপের উপর তাঁর খুব একটা ভরসা নেই। সেক্ষেত্রে মাস্ক পরাগ আগরওয়াল-সহ গোটা ম্যানেজমেন্টকে ছাঁটাই করে ফেলতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। টুইটারের সিইও নিজেও স্বীকার করে নিয়েছিলেন, “এলন মাস্কের অধিগ্রহণের পর টুইটারের (Twitter) ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: সাধ ও সাধ্যের মেলবন্ধন, ইদে নতুন পোশাক হিসেবে তরুণীদের পছন্দের শীর্ষে এবার বেনারসি]

এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবি অনুযায়ী, টুইটারের নতুন মালিক মাস্ক নাকি পরাগকে ছাঁটাই করার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। গতবছর নভেম্বর মাসেই টুইটারে যোগ দিয়েছিলেন পরাগ। বছর ঘোরার আগেই সংস্থার শীর্ষপদ খোয়াতে পারেন তিনি। শুধু তাই নয়, পরাগের জায়গায় সংস্থার নতুন সিইও কে হবেন, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি। যদিও টুইটারের সম্ভাব্য সিইও’র (CEO) নাম এখনও ঘোষণা করেননি তিনি।

[আরও পড়ুন: জন্মমৃত্যুর শংসাপত্র দিতে নিজস্ব পোর্টাল তৈরি করল রাজ্য, ৫ মে উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী]

তবে, পরাগকে ছাঁটাই করতে হলে মাস্ককে মোটা অঙ্কের ক্ষতিপূরণ গুনতে হবে। পরাগ আগরওয়ালের (Parag Agarwal) চুক্তি অনুযায়ী, ছাঁটাই করতে হলে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন মাস্ক। শুধু তাই নয়, সংস্থার অন্যান্য কর্মীদের ছাঁটাই করতে হলেও জরিমানা দিতে হবে টুইটারের মালিককে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement