Advertisement
Advertisement
Twitter

মাস্কের আমলে ভোল পালটে নতুন রূপে Twitter, এবার বদল হোম পেজেও

বদল আসছে বিনিয়োগকারীদের তালিকায়।

Elon Musk makes change in Twitter homepage | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 1, 2022 4:02 pm
  • Updated:November 1, 2022 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্কের আমলে ধীরে ধীরে বদলে যাচ্ছে টুইটার (Twitter)। টেসলার কর্ণধার এলন মাস্ক (Elon Musk) মাইক্রো ব্লগিং সাইটটি কিনে ফেলার পরই ছাঁটাই হয়েছেন একাধিক পদাধিকারী। বদলানোর পথে ব্লু টিক (Blue Tick) বা ভেরিফায়েড অ্যাকাউন্ট পলিসিও। এবার বদল আসছে টুইটারের হোম পেজেও।

সংবাদ সংস্থা ভার্জের রিপোর্ট অনুযায়ী, এতদিন ইউজাররা টুইটার অ্যাকাউন্ট থেকে লগ আউট করলে টুইট, ট্রেন্ডিং বিষয়. খবর কোনও কিছুই দেখতে পেতেন না। হোম পেজে সাইন আপ করার অপশন দেখাত। তারপরই সেই বিষয়গুলি দেখা যেত। এবার বিষয়টি বদলে যাচ্ছে। লগ আউট করলেও টুইট, ট্রেন্ডিং বিষয়. খবর অর্থাৎ এক্সপ্লোর পেজ দেখা যাবে বলেই দাবি ওই রিপোর্টে।

Advertisement

[আরও পড়ুন: ‘হিরণ বোধহয় আমার বিষয়ে বেশি জানে, তাহলে ওঁকেই ডাকুক CBI’, গরু পাচার ইস্যুতে পালটা দেবের]

বিপুল অর্থের বিনিময়ে টুইটার কিনে ফেলেছেন মাস্ক। ফলে এতদিন যারা টুইটারের শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারী ছিলেন তাঁদের নাম বাদ পড়েছে মালিকানার তালিকা থেকে। ফলে মনে করা হচ্ছে, এবার টুইটারের শেয়ার হোল্ডার হতে চলেছেন নতুন বিনিয়োগকারীরা। এই তালিকায় সর্বাগ্রে রয়েছে সৌদির রাজকুমার আলওয়ালিদ বিন তালাল। তিনি প্রায় ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন। শেয়ারের মালিকানার নিরিখে মাস্কের পরেই রয়েছেন তিনি। তালিকায় রয়েছেন জ্যাক ডরসেও।

মিডিয়া রিপোর্ট বলছে, ভেরিফায়েড অ্যাকাউন্ট বা টুইটারে ব্লু টিক (Blue Tick) পেতে দিতে হবে টাকা। ব্লু টিক অ্যাকাউন্ট পেতে ও তা ব্যবহার করতে ইউজারদের মাসে ৪.৯৯ ডলার বা ৪১০ টাকা গুনতে হবে মাসে। কোনও কোনও রিপোর্ট অবশ্য বলছে প্রায় ১৯.৯৯ ডলার বা ১৬০০ টাকা দিতে হতে পারে। এ নিয়েও বাড়ছে বিতর্ক। 

[আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতে শুভেন্দুর গড়ে অভিষেক, কাঁথি থেকে বেঁধে দেবেন পঞ্চায়েতে লড়াইয়ের সুর]

৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বা ৪ হাজার ৪০০ কোটির বিনিমেয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (Twitter) কিনে নিয়েছেন টেসলার মালিক ধনকুবের এলন মাস্ক। আশঙ্কা ছিলই যে তিনি মালিক হলে চাকরি খোয়াবেন টুইটারের বহু কর্মী। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছে নিউ ইয়র্ক টাইমস। তারা তাদের প্রতিবেদনে জানিয়েছে, পরিকাঠামোগত খরচ কমাতেই গণহারে কর্মী ছাঁটাই করবেন মাস্ক। ইতিমধ্যে সংস্থার ম্যানেজারদের ‘অপ্রয়োজনীয়’ কর্মীদের নামের তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন মাস্ক। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement