Advertisement
Advertisement
Online Fraud

করোনা আবহেও সক্রিয় জালিয়াতরা, কীভাবে সুরক্ষিত রাখবেন অনলাইন লেনদেন? জেনে নিন

কী করবেন আর কী করবেন না, টিপস দিচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দাকর্তা।

Do's and Don'ts for Safe Online Transactions, Tips By Kolkata Police
Published by: Subhamay Mandal
  • Posted:July 11, 2020 6:41 pm
  • Updated:July 11, 2020 6:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ব্যাংক জালিয়াতি নিয়ে চিন্তায় পড়েছেন বহু মানুষ। বর্তমানে আনলক পর্বে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে নানা রকম বিধিনিষেধ। আর এর জেরে বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। অফিসের কাজ বাড়িতে থেকেই হচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম হোমে’ই অভ্যস্ত হয়ে পড়ছেন কর্মচারীরা। সংক্রমণের ভয়ে খোলা নেই অধিকাংশ দোকানপাটও। তাই এখন অনলাইন শপিংই একমাত্র ভরসা।

একদিকে যেমন অনলাইনে কেনাকাটা চলছে, অন্যদিকে তেমনই অনলাইনে ব্যবসাও জমে উঠেছে। অধিকাংশ মানুষ অনলাইনেই শুরু করেছেন ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে এবং অনলাইন থেকে কোনও জিনিস কেনার আগে হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমজনতার মস্তিষ্কে। সেটাই স্বাভাবিক। কারণ, আপনি যখন অনলাইনে ব্যবসা শুরু করছেন বা অনলাইনে শপিং করছেন তখন কীভাবে বুঝবেন যে আপনার ইনপুট করা সমস্ত তথ্য সুরক্ষিত থাকছে? এই প্রশ্নের উত্তরে ডেপুটি কমিশনার (DC) এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ (DD) স্পেশ্যাল সুদীপ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। কী বললেন তিনি? দেখে নিন-

Advertisement

কোনও পড়ুয়া বা কোনও সাধারণ মানুষ যদি অনলাইন শপিং করতে চায় তাহলে তিনি কীভাবে বুঝবেন যে, অনলাইন শপিংয়ের জন্য কোন সাইটটা সুরক্ষিত আর কোন সাইটটা সুরক্ষিত নয়? উত্তরে তিনি বলেছেন, প্রথমেই দেখতে হবে যে অনলাইন শপিং-এর জন্য যে সাইটটি বেছে নিয়েছেন সেটি এসএসএল দ্বারা স্বীকৃত কি না। সুরক্ষিত অনলাইন সাইট সবসময় শুরু হবে https:// (instead of http://) ঠিক এইভাবে। এবং অনলাইন সাইটটি সুরক্ষিত কিনা তা জানতে সবসময় লক্ষ্য রাখতে হবে প্যাডলক সাইনের দিকে।

•) অনলাইনে শপিং সাইট পরিদর্শনকালে কোনও পপআপ ক্লিক করা যাবে না।

•) সাইটে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করতে হবে।

•) সুপরিচিত এবং পরিচিত অনলাইন মার্কেট প্লেস (ওয়েবসাইটগুলি) ব্যবহার করুন। অন্য কোনও উচ্চ-স্তরের ডোমেন ব্যবহার করে ভুল বানান বা সাইটগুলি সম্পর্কে সতর্ক থাকুন (যেমন .net-এর পরিবর্তে .com)।

•) অনলাইন শপিংয়ে বিপুল অফার থাকলে সেই দিকে আর এগোবেন না।

অনলাইনে কোনও জিনিস কেনার জন্য যখন আমরা আমাদের কার্ড নম্বর এবং সিভিভি কোড ব্যবহার করি, তখন কীভাবে বুঝব সেই অনলাইন পেজটা সুরক্ষিত কি না? উত্তরে তিনি বলেছেন, জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেসের সম্পূর্ণ ওয়েব ঠিকানা মনে রাখা ভাল। এমন কোনও সাইট খোলা যাবে না যার কোনও এসএসএল শংসাপত্র নেই। আপনি যখন আপনার ব্যাংক থেকে লেনদেনের আগে কার্ড নম্বর দেন তখন সাধারণত আপনার ফোনে একটি ওটিপি আসে। কাউকে এই ওটিপি শেয়ার করবেন না।

Online-Shoping

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ফোন এবং কম্পিউটারে ডাউনলোডের জন্য বিশেষ কোন অ্যাপ বা কোন সফটওয়্যার ভাল? তিনি জানিয়েছেন, কেবলমাত্র ভাল লাইসেন্সযুক্ত অ্যান্টিভাইরাস (নিয়মিতভাবে প্যাচড আপ) ব্যবহার করতে হবে। এবং কোনও অযৌক্তিক লিংকে ক্লিক করা যাবে না। Google Pay, Phone Pay, Paytm, UPI-এগুলির মধ্যে কোনটি বেশি সুরক্ষিত? সুদীপবাবু বলেছেন, উল্লেখ করার জন্য যে উপরে উল্লিখিত সমস্ত পেমেন্ট ওয়ালেট নিরাপদ। তবে এটি নির্ভর করে আপনার ব্যবহারের পদ্ধতির উপর। আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছেন। ব্যবহার করার আগে অর্থপ্রদান প্রক্রিয়াটি সাবধানে পেরন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হ’ল এইসব অর্থ প্রদানের ক্ষেত্রে কোনও অংশীদারি করবেন না। ফোনে একটি ওটিপি আসবে। সেটি কারওর সঙ্গে ভুলেও শেয়ার করবে না। আপনি QR কোডটি স্ক্যান করার সময় সতর্ক থাকুন (যেখানে প্রযোজ্য)।

সুরক্ষার অন্যান্য পদক্ষেপগুলি বিস্তারিত জেনে নিন-

  • একটি ই-ওয়ালেট ইনস্টল করার সময়, আপনি যে অ্যাপ থেকে অ্যাপটি ডাউনলোড করেছেন তা নিশ্চিত করুন।
  • আপনার ফোনটি একটি আর্থিক পাওয়ার হাউসে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটা গুরুত্বপূর্ণ যে, আপনি এটিকে সুরক্ষিত রাখুন। যেমন আপনি অ্যান্টি-ম্যালওয়্যার এবং অ্যান্টি-ভাইরাস অ্যাপ্লিকেশনগুলি ইনস্টল করে আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি ব্যবহার করেন।
  • কিছু ই-ওয়ালেট দ্বি-গুণক প্রমাণীকরণের জন্য জিজ্ঞাসা করে না এবং শেষপর্যন্ত আপনার কোনও নিশ্চিতকরণ ছাড়াই আপনাকে তহবিল স্থানান্তর করতে দেয়। এর কারণে, আপনার ফোনটি হারাতে পারে, আপনার পরিচয় চুরি এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য, আপনার ফোনে একটি স্ক্রিন লক এবং তার পাশাপাশি একটি অ্যাপ লক-ও ব্যবহার করা জরুরি।
  • বেশিরভাগ ই-ওয়ালেটগুলি ব্যবহার শুরু করার পরে আপনাকে লগ ইন করে রাখে। তাই সুরক্ষা বজায় রাখতে, আপনার ই-ওয়ালেটটি যতবার ব্যবহার করা হবে ততবারই লগ আউট করা বুদ্ধিমান
  • আপনার মোবাইল ওয়ালেট স্টেটমেন্টটি নিয়মিত সাবধানতার সঙ্গে দেখে রাখুন।
  • অনলাইনে লেনদেনের সময় সর্বজনীন Wi-Fi ব্যবহার করবেন না।
  • সংখ্যা, অক্ষরের মিশ্রণ-সহ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • সমস্ত ওয়ালেটের জন্য একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন না। প্রত্যেকটির জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
  • ইন্টারনেট থেকে কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement