সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ব্যাংক জালিয়াতি নিয়ে চিন্তায় পড়েছেন বহু মানুষ। বর্তমানে আনলক পর্বে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে নানা রকম বিধিনিষেধ। আর এর জেরে বন্ধ স্কুল, কলেজ, অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। অফিসের কাজ বাড়িতে থেকেই হচ্ছে। ‘ওয়ার্ক ফ্রম হোমে’ই অভ্যস্ত হয়ে পড়ছেন কর্মচারীরা। সংক্রমণের ভয়ে খোলা নেই অধিকাংশ দোকানপাটও। তাই এখন অনলাইন শপিংই একমাত্র ভরসা।
একদিকে যেমন অনলাইনে কেনাকাটা চলছে, অন্যদিকে তেমনই অনলাইনে ব্যবসাও জমে উঠেছে। অধিকাংশ মানুষ অনলাইনেই শুরু করেছেন ব্যবসা। কিন্তু ব্যবসা শুরু করার আগে এবং অনলাইন থেকে কোনও জিনিস কেনার আগে হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমজনতার মস্তিষ্কে। সেটাই স্বাভাবিক। কারণ, আপনি যখন অনলাইনে ব্যবসা শুরু করছেন বা অনলাইনে শপিং করছেন তখন কীভাবে বুঝবেন যে আপনার ইনপুট করা সমস্ত তথ্য সুরক্ষিত থাকছে? এই প্রশ্নের উত্তরে ডেপুটি কমিশনার (DC) এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ (DD) স্পেশ্যাল সুদীপ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন। কী বললেন তিনি? দেখে নিন-
কোনও পড়ুয়া বা কোনও সাধারণ মানুষ যদি অনলাইন শপিং করতে চায় তাহলে তিনি কীভাবে বুঝবেন যে, অনলাইন শপিংয়ের জন্য কোন সাইটটা সুরক্ষিত আর কোন সাইটটা সুরক্ষিত নয়? উত্তরে তিনি বলেছেন, প্রথমেই দেখতে হবে যে অনলাইন শপিং-এর জন্য যে সাইটটি বেছে নিয়েছেন সেটি এসএসএল দ্বারা স্বীকৃত কি না। সুরক্ষিত অনলাইন সাইট সবসময় শুরু হবে https:// (instead of http://) ঠিক এইভাবে। এবং অনলাইন সাইটটি সুরক্ষিত কিনা তা জানতে সবসময় লক্ষ্য রাখতে হবে প্যাডলক সাইনের দিকে।
•) অনলাইনে শপিং সাইট পরিদর্শনকালে কোনও পপআপ ক্লিক করা যাবে না।
•) সাইটে ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করতে হবে।
•) সুপরিচিত এবং পরিচিত অনলাইন মার্কেট প্লেস (ওয়েবসাইটগুলি) ব্যবহার করুন। অন্য কোনও উচ্চ-স্তরের ডোমেন ব্যবহার করে ভুল বানান বা সাইটগুলি সম্পর্কে সতর্ক থাকুন (যেমন .net-এর পরিবর্তে .com)।
•) অনলাইন শপিংয়ে বিপুল অফার থাকলে সেই দিকে আর এগোবেন না।
অনলাইনে কোনও জিনিস কেনার জন্য যখন আমরা আমাদের কার্ড নম্বর এবং সিভিভি কোড ব্যবহার করি, তখন কীভাবে বুঝব সেই অনলাইন পেজটা সুরক্ষিত কি না? উত্তরে তিনি বলেছেন, জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেসের সম্পূর্ণ ওয়েব ঠিকানা মনে রাখা ভাল। এমন কোনও সাইট খোলা যাবে না যার কোনও এসএসএল শংসাপত্র নেই। আপনি যখন আপনার ব্যাংক থেকে লেনদেনের আগে কার্ড নম্বর দেন তখন সাধারণত আপনার ফোনে একটি ওটিপি আসে। কাউকে এই ওটিপি শেয়ার করবেন না।
অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ফোন এবং কম্পিউটারে ডাউনলোডের জন্য বিশেষ কোন অ্যাপ বা কোন সফটওয়্যার ভাল? তিনি জানিয়েছেন, কেবলমাত্র ভাল লাইসেন্সযুক্ত অ্যান্টিভাইরাস (নিয়মিতভাবে প্যাচড আপ) ব্যবহার করতে হবে। এবং কোনও অযৌক্তিক লিংকে ক্লিক করা যাবে না। Google Pay, Phone Pay, Paytm, UPI-এগুলির মধ্যে কোনটি বেশি সুরক্ষিত? সুদীপবাবু বলেছেন, উল্লেখ করার জন্য যে উপরে উল্লিখিত সমস্ত পেমেন্ট ওয়ালেট নিরাপদ। তবে এটি নির্ভর করে আপনার ব্যবহারের পদ্ধতির উপর। আপনি কীভাবে এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করছেন। ব্যবহার করার আগে অর্থপ্রদান প্রক্রিয়াটি সাবধানে পেরন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হ’ল এইসব অর্থ প্রদানের ক্ষেত্রে কোনও অংশীদারি করবেন না। ফোনে একটি ওটিপি আসবে। সেটি কারওর সঙ্গে ভুলেও শেয়ার করবে না। আপনি QR কোডটি স্ক্যান করার সময় সতর্ক থাকুন (যেখানে প্রযোজ্য)।
সুরক্ষার অন্যান্য পদক্ষেপগুলি বিস্তারিত জেনে নিন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.