সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন আপনার কাছে কোনও হোয়াটসঅ্যাপ কল এল। ফোনের ওপার থেকে দাবি করা হল যে টেলিকম দপ্তরের তরফে কলটি করা হয়েছে। তাহলে সাবধান! বুঝে নিন, স্ক্যামারের ফাঁদে পড়তে চলেছেন, যে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য হাতানোয় চেষ্টায়।
হোয়াটসঅ্যাপের নয়া প্রতারণা নিয়ে ভারতীয়দের এভাবেই সতর্ক করল টেলিকম দপ্তর এবং যোগাযোগ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, টেলিকম দপ্তরের নাম নিয়ে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ইউজারদের কল করছে স্ক্যামাররা। যাতে বলা হচ্ছে, আপনার মোবাইল নম্বরটি বন্ধ হয়ে যাবে। কিংবা আপনার মোবাইল নম্বর বেআইনি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। এহেন দাবি করেই কথোপকথন বাড়ানো হচ্ছে। এবং একে একে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিদেশি নম্বর +92 থেকে ফোন আসলে তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। +91 হল ভারতের কোড। এর বাইরে যে কোনও নম্বর বিদেশি। যেমন +92 হল পাকিস্তানের কোড। তাই এই কোডের নম্বর থেকে ভয়েস কিংবা ভিডিও কল এলে চট করে রিসিভ করবেন না। বরং ফোন ধরার আগে নম্বরটি চেক করে নিন। পাশাপাশি এই ধরনের কোনও সমস্যায় পড়লে সরকারের সঞ্চার সাথী পোর্টালে (www.sancharsaathi.gov.in) অভিযোগ জানাতে পারবেন ইউজাররা বলে জানানো হয়েছে।
এই পোর্টালেই নো ইওর মোবাইল নম্বর অপশনে গিয়ে অচেনা মোবাইল নম্বর খতিয়ে দেখে নিতে পারবেন। এছাড়াও ১৯৩০ নম্বরে ফোন করে অথবা সাইবার ক্রাইম শাখার পোর্টালে (www.cybercrime.gov.in) গিয়ে অভিযোগ জানাতে পারবেন। তবে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সবচেয়ে ভালো হয় যদি পাকিস্তানি কোড দেখে সেই নম্বর এড়িয়ে চলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.