ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর শুরুতেই দেশবাসীকে সুখবর শোনাতে পারে কেন্দ্র। শুরু হতে পারে করোনা ভ্যাকসিনের (Corona Vaccine) টিকাকরণ। কিন্তু এই টিকাকরণ প্রক্রিয়ার সাহায্য নিয়েই সক্রিয় হয়ে উঠতে পারে সাইবার অপরাধীরাও। ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কোনওপ্রকার অফার দিয়ে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। আর তাই কেন্দ্রের তরফে ইতিমধ্যে এই বিষয়ে সাবধান করা হয়েছে।
কেন্দ্রের সাইবার সেফটি উইংয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি টুইট করা হয়। তাতে বলা হয়, ”করোনা ভ্যাকসিন নিয়ে অপেক্ষা, উদ্বেগ বাড়ছে। এই পরস্থিতিতে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। সাধারণ মানুষকে প্রতারিত করতে নানা রকম পন্থা অবলম্বন করছে তারা। ”সবার আগে করোনা ভ্যাকসিন পেতে এই লিংকে ক্লিক করে পেমেন্ট করে নাম নথিপুক্ত করুন (pay and register )।”- ফোন, মেসেজ, ই-মেল মারফত এই ধরনের অফারও দেওয়া হতে পারে। এতে আপনি প্রতারিত হতে পারেন। তাই সাবধান।”
Due to apprehension associated with COVID-19, Cyber criminals are playing various tricks. They may offer to “pay and register” in getting priority to receive first CORONA VACCINE, through malicious link, mail, message or phone call. Be aware otherwise you may get defrauded.
— Cyber Dost (@Cyberdost) December 28, 2020
করোনা আবহে গত কয়েকমাসে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে। তবে এর পাশাপাশি বেড়েছে সাইবার অপরাধও। এই সময়ে আরও যেন সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। প্রথমে লোভনীয় অফার বা বিনামূল্যে গিফটের কথা বলে সাধারণ মানুষকে তাদের তৈরি লিঙ্কে ক্লিক করতে বলে। আর তারপর কেউ সেই কাজ করে ফেললেই সাইবার অপরাধীদের হাতে চলে যায় ওই ফোন বা কম্পিউটরের যাবতীয় তথ্য। এবার করোনা ভ্যাকসিনের নাম করেও একই কাজ করতে পারে সাইবার অপরাধীরা। তাই কেন্দ্রের এই সতর্কবার্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.