Advertisement
Advertisement

Breaking News

ChatGPT

এবার চিকিৎসকদের মুশকিল আসানে ChatGPT, ব্যাপারটা কী?

কীভাবে চ্যাটবট কাজে লাগাচ্ছেন চিকিৎসকরা?

Doctors don’t want to deliver bad news, now they are taking help from ChatGPT | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 18, 2023 3:20 pm
  • Updated:June 18, 2023 3:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীদের সুস্থ করতে সবসময় চেষ্টা চালান চিকিৎসকরা। কিন্তু সবসময় সফলতা মেলে না। অনেক সময় রোগীর পরিবারদের দুঃসংবাদ জানাতে হয়, যা কঠিন হয়ে চিকিৎসকদের জন্য। এরকই পরিস্থিতির জন্য এআই চ্যাটবট ChatGPT-এর সাহায্য নিচ্ছেন ডাক্তাররা।

দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, নভেম্বরে প্রকাশের পরই বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে চিকিৎসকরাও AI-চালিত এই চ্যাটবট ব্যবহার করছেন। কিন্তু কীভাবে? এর মাধ্যমে সহানুভূতির সঙ্গে রোগীর পরিবারের কাছে দুঃসংবাদ পৌঁছে দিচ্ছেন চিকিৎসকরা। শুধু দুঃসংবাদ পৌঁছনই নয়, রোগীদের সঙ্গে ভাল সংযোগ স্থাপনের হাতিয়ারও হয়ে উঠেছে এই ChatGPT।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজুড়ে ব্যাহত ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম পরিষেবা! তথ্য ফাঁসের আশঙ্কায় ইউজাররা]

জানা গিয়েছে, কিছু চিকিৎসক চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশের ৭২ ঘণ্টা পর থেকেই এটি ব্যবহার করা শুরু করেছিলেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এ বিষয়ে গবেষণা করেছেন। তাতেই জানা গিয়েছে, চ্যাটবটের প্রতিক্রিয়া উচ্চমানেরই শুধু নয় বরং ডাক্তারদের থেকে আরও বেশি সহানুভূতিশীল। গবেষণার সময় উপস্থাপিত ৫৮৫ টি পরিস্থিতির ৭৮.৬ শতাংশে, চিকিৎসা বিশেষজ্ঞরা চিকিৎসকের তুলনায় AI চ্যাটবটের প্রতিক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছেন। সেই কারণেই কঠিন পরিস্থিতির ক্ষেত্রে চ্যাটজিপিটি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: তদন্তে অসহযোগিতার অভিযোগ, ভারতে ফেসবুক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি আদালতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement