সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটফ্লিক্সের পথে হেঁটে এবার বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে ডিজনি প্লাস হটস্টার। এবার বন্ধুদের সঙ্গে আর ভাগ করতে পারবেন না পাসওয়ার্ড। যদি করতে চান, সেক্ষেত্রে গুণতে হবে বাড়তি টাকা।
করোনাকালে একধাক্কায় হু হু করে জনপ্রিয়তা বেড়েছে ওটিটির। কাজের ফাঁকে সময় পেলেই কমবেশি প্রায় সকলেই এখন ফোনেই দেখে নেন পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ অথবা খেলা। তবে অধিকাংশ ক্ষেত্রেই বন্ধুরা মিলে সাবস্ক্রিপশন নেন। পাসওয়ার্ড ভাগাভাগি করে সকলে মিলে ব্যবহার করেন একটাই হটস্টার অ্যাকাউন্ট। বর্তমানে একটা অ্যাকাউন্ট ১০ জন ব্যবহার করতে পারেন। তবে হটস্টার সূত্রে খবর, সেটা এবার সংখ্যাটা কমিয়ে ৪ করার চিন্তাভাবনা করা হচ্ছে। শোনা যাচ্ছে, এরপর শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যেই পাসওয়ার্ড শেয়ার করা যাবে। বন্ধুবান্ধবদের সঙ্গে নয়। সস্তা হোক বা প্রিমিয়াম, সব প্ল্যানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই নিয়ম। যে প্ল্যানে আগে ৪ জন ব্যবহার করতে পারতেন, তা কমিয়ে করা হচ্ছে ২।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল হটস্টার? সংস্থার ধারণা, বহু মানুষ হটস্টার দেখেন। পাসওয়ার্ড শেয়ারিংয়ের সুযোগ না পেলে অনেকেই সাবস্ক্রিপশন নেবেন। তাতে হটস্টারের গ্রাহক সংখ্যা বাড়বে। প্রসঙ্গত, গত কয়েকবছরে হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন ও জিও সিনেমার জনপ্রিয়তা বেড়েছে হু হু করেছে। ২০২৭ সালের মধ্যে ৭ বিলিয়নের বেশি ব্যবসা করবে দেশে। পরিসংখ্যান বলছে, জানুয়ারি ২০২২ থেকে ২০২৩ এর মধ্যে ভারতে স্ট্রিমিং মার্কেটের মধ্যে সর্বোচ্চ স্থানে হটস্টার। হটস্টারের দর্শক ৩৮ শতাংশ। যেখানে অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে ৫ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.