সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিমকার্ড ও ইন্টারনেট সংযোগ ছাড়াই মোবাইলে চলবে ভিডিও! শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, শিগগিরি এমনটা বাস্তবে ঘটতে চলেছে! এমনই দাবি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রর। একটি ব্রডকাস্টিং সংক্রান্ত সম্মেলনে একথাই বলতে শোনা গেল তাঁকে।
ঠিক কী বলেছেন তিনি? অপূর্ব জানাচ্ছেন, ডি২এম (D2M) অর্থাৎ ‘ডাইরেক্ট টু মোবাইল’ প্রযুক্তি নিয়ে বহুদিন ধরেই গবেষণা চালানো হচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরু, কর্তব্য পথ ও নয়ডায় পরীক্ষামূলক ভাবে পাইলট প্রোজেক্ট চালানো হচ্ছে। কেন এমন পরিকল্পনা? তিনি জানাচ্ছেন, দেশে ৮০ কোটি স্মার্টফোন (Smartphone) ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে ৬৯ শতাংশই মূলত ভিডিও কনটেন্ট দেখেন।
ডি২এম প্রযুক্তির ব্যবহার শুরু হলে ২৫-৩০ শতাংশ ট্র্যাফিক সেদিকে যাবে। ফলে ৫জি নেটওয়ার্কের ‘বোঝা’ কমবে আগামিদিনে। পরিকল্পনা রয়েছে ১৯টি শহরে এই প্রযুক্তির ব্যবহারের। অপূর্ব জানাচ্ছেন, এর ফলে মোবাইল নেটওয়ার্কের উপর থেকে চাপ কমবে। ফলে ভিডিও বাফারিং হওয়াও বন্ধ হবে। আরও উন্নত মানের পরিষেবা পাবেন গ্রাহকরা। সাংখ্য ল্যাবস ও আইআইটি কানপুর যুগ্মভাবে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.