Advertisement
Advertisement
Wikipedia

‘না পোষালে ভারত ছাড়ুন’, উইকিপিডিয়াকে ‘ব্লক’ করার হুঁশিয়ারি আদালতের

'ভারতে আপনাদের ব্যবসা বন্ধ করে দেব', হুঁশিয়ারি আদালতের।

Delhi High Court warns wikipedia and says leave India
Published by: Amit Kumar Das
  • Posted:September 5, 2024 5:08 pm
  • Updated:September 5, 2024 5:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যদি ভারত আপনাদের পছন্দের তালিকায় না আসে তাহলে ভারত ছেড়ে দিন।’ বিশ্বের স্বনামধন্য ব্যক্তি ও সংস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী সংস্থাকে উইকিপিডিয়াকে এভাবেই ভর্ৎসনা করল দিল্লি হাই কোর্ট। শুধু তাই নয়, আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয়েছে, এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়াকে ব্লক করার জন্য।

গোটা ঘটনার সূত্রপাত এক মানহানি মামলাকে কেন্দ্র করে। অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই-এর প্রোফাইল রয়েছে উইকিপিডিয়ায়। অভিযোগ, সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে যা শুধু অপমানজনক নয়, অত্যন্ত আপত্তিকর। সরকারের পৃষ্টপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এএনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল, বর্তমান সরকারের ‘প্রোপাগেন্ডা টুল’ বা ‘অপপ্রচারের অস্ত্র’। এই ঘটনার প্রেক্ষিতে উইকিপিডিয়ায় বিরুদ্ধে মানহানি মামলা করে এএনআই।

Advertisement

[আরও পড়ুন: ‘ইনসিওরেন্স গ্রেপ্তারি সিবিআইয়ের’, জামিন চেয়ে শীর্ষ আদালতে জোর সওয়াল কেজরির]

যার ভিত্তিতে আদালতের তরফে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়, উইকিপিডিয়ায় এএনআই সংক্রান্ত তথ্য সংশোধনে কার হাত? যদিও উইকিপিডিয়া এই বিষয়ে কোনও জবাব দেয়নি। এর পরই উচ্চ আদালতে মানহানি মামলা দায়ের হয়। সেই মামলায় উইকিপিডিয়ায় আইনজীবী বলেন, ‘আমরা কিছু তথ্য ইতিমধ্যেই দিয়েছি। তবে সংস্থার তরফে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক। কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না। এই মন্তব্যেই ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা। এর আগেও এই ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের তরফে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

[আরও পড়ুন: কোটায় ফের উচ্চাশার বলি, আত্মঘাতী নিট পড়ুয়া, চলতি বছরেই মৃত ১৫]

পাশাপাশি আদালত আরও জানায়, ‘আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেব। এই মামলায় এই যুক্তি গ্রহণযোগ্য নয় যে উইকিপিডিয়া ভারত থেকে চলে কী না। এখানে আপনাদের ব্যবসা বন্ধ করে দেব। সরকারকে নির্দেশ দেব উইকিপিডিয়াকে ব্লক করে দেওয়ার জন্য। এর আগেই এমন বক্তব্য পেশ করেছিলেন আপনারা। যদি ভারত আপনাদের পছন্দের জায়গা না হয় তাহলে এখানে থাকার কোনও প্রয়োজন নেই।’ এর পরই আদালত অবমাননার নোটিস দেওয়া হয় উইকিপিডিয়াকে। আগামী অক্টোবর মাসে মামলার পরবর্তী শুনানি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement