Advertisement
Advertisement

Breaking News

ভারতের ১২ হাজার ওয়েবসাইটে সাইবার হানার আশঙ্কা! ভয় ধরানো সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হানা হতে [আরে এটিই।

Cyber Crime Coordination Centre issued alert about hacker group targeting thousands of government websites | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2023 10:18 am
  • Updated:April 14, 2023 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বড়সড় সাইবার হানার আশঙ্কা। হ্যাকারদের টার্গেটে রয়েছে ১২ হাজার সরকারি ওয়েবসাইট। সতর্ক করে দিল খোদ স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের (Cyber Crime Co-Ordination Center) রিপোর্ট জানাচ্ছে, ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গোষ্ঠী এদেশের ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সংঘবদ্ধ হামলা চালানো শুরু করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিষেবা ক্ষেত্রগুলিকে অচল করে দেওয়াই এই সাইবার হানার উদ্দেশ্য। ইন্দোনেশিয়া থেকে এই হামলা চালানো হলেও এর নেপথ্যে আসলে কারা, তা নিয়ে সংশয় রয়েছে।

[আরও পড়ুন: SSC Scam: তাপস-কুন্তলের এজেন্ট রাজ্যের এক বিধায়ক? রহস্য উন্মোচনের চেষ্টায় ইডি]

অমিত শাহর (Amit Shah) মন্ত্রকের আশঙ্কা, সরকারি ওয়েবসাইটকে টার্গেট করে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি হাতাতে চাইছে হ্যাকাররা। আবার সরকারি ওয়েবসাইটগুলিতে ভাইরাসের মাধ্যমে ভুল তথ্য ঢুকিয়ে এদেশের এজেন্সিগুলিকে বিভ্রান্ত করার বা ওয়েবসাইটকে বিকল করে দেওয়ার চেষ্টাও হতে পারে। সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন রাজ্য সরকারগুলিকে যে সতর্কবার্তা দিয়েছে, তাতে বলা হয়েছে ‘হ্যাকটিভিস্ট’ নামের একটি ইন্দোনেশিয়ার সংস্থা ভারতের ওয়েবসাইটগুলিকে টার্গেট করছে।

[আরও পড়ুন: প্রতিবেশীদের ঝগড়ার মর্মান্তিক পরিণতি, চপার দিয়ে কুপিয়ে খুন শিশু, উত্তাল নিউটাউন]

কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক বলছেন, এটাই এখনও পর্যন্ত ভারতের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হতে পারে। এর আগে ২০২২ সালে AIIMS দিল্লির ওয়েবসাইটে হামলা চালিয়েছিল হ্যাকাররা। পুরো হাসপাতালের কার্যপদ্ধতি বিগড়ে দেওয়া হয়েছিল। এবারও তেমনই চেষ্টা করা হচ্ছে। এ পর্যন্ত ভারতে মোট ১৩.৯১ লক্ষ বার হ্যাকার হানা হয়েছে। এর মধ্যে এটাই সবচেয়ে বিপজ্জনক হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement