সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল যখন দোকানে লাইন দিয়ে গ্যাস সিলিন্ডার বুক করতে হত। তারপর গঙ্গা-যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এখন একটা ফোন কলেই নিমেষে সেরে ফেলা যায় গ্যাস সিলিন্ডারের বুকিং। এমনকী, ওয়েবসাইট থেকে অনলাইনেও বুক করা যেত। এবার আরও সহজ হল সেই বুকিং পরিষেবা। হোয়াটস অ্যাপেই বুক করা যাবে সিলিন্ডার। জানিয়ে দিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)। বুধবার থেকেই গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। ইতিপূর্বে ইন্ডেন এই পরিষেবা চালু করেছিল। এবার সেই পথেই হাঁটল ভারত পেট্রোলিয়াম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ।
কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করবেন
এ প্রসঙ্গে ভারত পেট্রোলিয়ামের মার্কেটিং ডিরেক্টর অরুন সিং জানান, “গ্রাহকদের সুবিধার্থে আমরা এই পদক্ষেপ করছি। হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই এবার থেকে হোয়াটঅ্যাপের মাধ্যেমে গ্যাস বুকিং করা যাবে।” প্রসঙ্গত ইন্ডেনও এই ব্যবস্থাপা আগেইচালু করেছিল। তাদের এই পরিষেবার নম্বরটি হল, ৭৫৮৮৮৮৮৮২৪।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.