সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে লাগাম টানা গিয়েছে করোনার তৃতীয় ঢেউয়ে। আর বুধবার থেকে ১২-১৮ বছর বয়সিদের জন্যও শুরু হচ্ছে ভ্যাকসিনেশন অভিযান। তার জন্য CoWIN অ্যাপে করতে হবে রেজিস্ট্রেশন। এক্ষেত্রে কী নথি লাগবে, কীভাবে রেজিস্টার করবেন, চলুন জেনে নেওয়া যাক।
এ বছরের শুরু থেকে করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হচ্ছিল ১৫-১৮ বছর বয়সিদের। এবার ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের করোনা টিকার আওতায় আনল কেন্দ্র সরকার। পাশাপাশি, ষাটোর্ধ্বদের জন্য ‘প্রিকশান ডোজ’ অর্থাৎ বুস্টার ডোজে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এতদিন কো-মর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্বরাই কেবল টিকার ‘বুস্টার’ ডোজ নিতে পারতেন। সোমবার টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, এবার ষাটোর্ধ্ব প্রত্যেকেই প্রিকশন ডোজ নিতে পারবেন। টুইটারে মনসুখ মান্ডব্য আরও লেখেন, “শিশুরা নিরাপদ থাকলে দেশ নিরাপদে থাকবে! আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ১৬ মার্চ থেকে ১২-১৩ এবং ১৩-১৪ বছর বয়সিদের কোভিড টিকা দেওয়া শুরু হবে।”
ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে চিঠি দিয়ে নয়া গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। ১২-১৪ বছর বয়সিদের কর্বোভ্যাক্স টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এবার জেনে নিন রেজিস্ট্রেশনের পদ্ধতি:
এর আগে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের জন্যও স্টুডেন্ট কার্ড দিয়ে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছিল। এবার ১২-১৪ বছরের কিশোর-কিশোরীরাও একই পদ্ধতিতে রেজিস্টার করতে পারবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.