সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের লড়াইয়ে করোনা অতিমারীকে হারিয়ে দিতে কার্যত সফল হয়েছে বিশ্ব। কিন্তু করোনা পরীক্ষা নিয়ে এবার প্রকাশ্যে এল বড়সড় সাইবার হানার খবর। জানা গিয়েছে, যারা ICMR থেকে মারণ ভাইরাসের পরীক্ষা করিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৮২ কোটি ভারতীয়র পরিচয়পত্র বিক্রি হচ্ছে অনলাইনে। ICMR-এর তরফে ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো অভিযোগ লিখিত ভাবে করা হলেই তা খতিয়ে দেখবে সিবিআই। খবর এমনটাই।
X হ্যান্ডেলে এক ব্যক্তি এই তথ্য ফাঁসের ছবি তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, সাড়ে ৮১ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ডার্কওয়েবে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আধার কার্ড এবং পাসপোর্টের তথ্য। নাম, ফোন নম্বর, ঠিকানার মতো নানা তথ্য হাতিয়ে দেওয়া হয়েছে কোভিড টেস্টের রিপোর্ট থেকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত ফেব্রুয়ারি মাস থেকেই ICMR-এর উপর একাধিকবার সাইবার হানা হয়েছে। যে খবর ছিল কেন্দ্রীয় এজেন্সির কাছেও। অন্তত ৬ হাজার বার ICMR সার্ভার হ্যাক করার চেষ্টা হয়েছে। যার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপও করা হয়েছিল। তবে এবার সেই সংখ্যাটা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ায় সাইবার বিশেষজ্ঞদের কপালেও কার্যত চিন্তার ভাঁজ।
আর যাতে সাধারণ মানুষের তথ্য ফাঁস না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি আসরে নেমেছে কেন্দ্রীয় মন্ত্রকও। কী কী সতর্কতা অবলম্বন করা যায়, তা নিয়েও আলোচনা চলছে।
উল্লেখ্য, করোনা অতিমারী যুগে বিরাট ভরসার পোর্টাল হয়ে উঠেছিল CoWin। কেন্দ্র সরকারের এই ওয়েবসাইট থেকেই অনায়াসে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা যেত। বাড়ি বসেই বুক করে দেওয়া যেত ভ্যাকসিন নেওয়ার দিনক্ষণ, জায়গা। কিন্তু সেই ওয়েবসাইট থেকেও ভুয়ো সার্টিফিকেট ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল! এবার ডার্কওয়েবে আমজনতার তথ্য বিক্রির বিষয়টি প্রকাশ্যে এল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.