Advertisement
Advertisement

কেউ কারও ভাষা বোঝেন না, প্রেমে ‘গুগল’ই ভরসা যুগলের

এভাবেই আড়াই বছর টিকে আছে তাঁদের সম্পর্ক৷

 Couple understand 'language of love' perfectly
Published by: Tanujit Das
  • Posted:January 12, 2019 4:44 pm
  • Updated:January 13, 2019 9:13 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেমের গাড়ি চড়ল ক’জনা…ও গাড়ি সিগন্যাল মানে না’৷  বাংলা ব্যান্ড ভূমির বিখ্যাত এই গানের লাইনটি মনে আছে! প্রেমের গাড়ি সিগন্যালও মানে না, ভাষাও বোঝে না৷ তা না হলে, কীভাবে আড়াই বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন ব্রিটেনের শেলয় স্মিত ও ইটালির ড্যানিয়েল ম্যারিসকো৷ কারণ, তাঁরা দু’জনে তো একে অপরের ভাষার মাথামুন্ডু বোঝেন না৷ তবে কীভাবে তাঁরা একসঙ্গে রয়েছেন? সমস্যার সুরাহা করেছে ‘গুগল’৷ সফটওয়্যার ব্যবহার করেই চলছে এদের দাম্পত্য জীবন।

Advertisement

আড়াই বছর আগে ইবিজার একটি নাইট ক্লাবে ২৫ বছরের ম্যারিসকো-র সঙ্গে সাক্ষাৎ হয় ২৩-বছরের শেলয়ের৷ প্রথম দেখাতেই শেলয়কে ভাল লেগে যায় ম্যারিসকোর৷ মন গেয়ে ওঠে ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’৷ কিন্তু এই ভালবাসার মাঝে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাঁদের ভাষা৷ ইটালির একটি রেস্তরাঁর কর্মী ম্যারিসকো কথা বলেন শুদ্ধ ইটালিয়ান ভাষায়৷ আর শেলয়ের ভাষা ইংরেজি৷ তাঁরা কেউ কারও ভাষা বোঝেন না। কিন্তু দু’জন একে অপরকে অনেকটা ভালবাসেন৷ কথাতেই আছে ‘ইচ্ছা থাকলেই, উপায় হয়’৷ ঠিক একটা যোগাযোগের নয়া মাধ্যম খুঁজে নেন এই যুগলও৷ ‘গুগল ট্রান্সলেটর’এর মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলতে শুরু করেন শেলয় ও ম্যারিসকো৷

[PUBG খেলে এ কী ভয়ানক পরিণতি হল ৫ যুবকের? ]

তাঁরা বলেন, ‘‘প্রথমে অন্যরা আমাদের পাগল ভাবত৷ তাঁরা ভাবত কয়েকদিনেই আমাদের সম্পর্ক ভেঙে যাবে৷ কিন্তু আমরা পরস্পরের সঙ্গে ও পরস্পরের জন্য বাঁচতে চাই৷’’ শেলয় বলেন, ‘‘ম্যারিসকোর সঙ্গে পরিচয়ের এক সপ্তাহ পর থেকেই ওর সঙ্গে বার্সেলোনায় এসে থাকতে শুরু করি৷ এটা আমার জীবনে নেওয়া সেরা সিদ্ধান্ত৷’’ তবে আড়াই বছর পর ‘গুগল ট্রান্সলেটর’এর উপর নির্ভরতা অনেকটাই কমিয়ে এনেছেন শেলয় ও ম্যারিসকো৷ ধীরে ধীরে বুঝতে শুরু করেছেন পরস্পরের ‘প্রেমের ভাষা’৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement