সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে নতুন করে ভয় ধরাচ্ছে মারণ করোনা ভাইরাস। কোভিডের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ দ্রুত সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যেই চিনে চোখ রাঙাচ্ছে নয়া এই স্ট্রেন। প্রায় প্রতিদিন কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই আগেভাগেই সতর্ক হয়েছে ভারত। সংক্রমণ রুখতে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশপাশি বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে। আর মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে এই টিকার দামও ঘোষণা করা হয়েছে।
এদিনই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালে ৮০০ টাকার (জিএসটি বাদ দিয়ে) বিনিময়ে পাওয়া যাবে এই ভ্যাকসিন (COVID Vaccine)। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই এই টিকা বুস্টার হিসেবে নিতে পারবেন। আসলে যাঁরা কোভ্য়াক্সিন কিংবা কোভিশিল্ডের জোড়া ডোজ নিয়েছেন, তাঁদের জন্য এই ডোজটি করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আরও একটি সুরক্ষা বলয় তৈরি করবে। অন্য ডোজের মতোই কো-উইন পোর্টালেই (Cowin) থেকেই ডোজ নেওয়ার অ্যাপোয়েন্টমেন্ট বুক করা যাবে। ২৩ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। তাই সরাসরি হাসপাতালে গিয়ে লম্বা লাইনে না দাঁড়িয়ে আগে থেকে বুক করে রাখুন।
চলুন জেনে নেওয়া যাক, বাড়ি বসেই কীভাবে বুস্টার ডোজ নেওয়ার দিনক্ষণ বুক করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.