Advertisement
Advertisement
Nasal vaccine

কোভিডের ন্যাজাল ভ্যাকসিন ডোজ নিতে চান? জানুন কীভাবে CoWin থেকে বুক করবেন দিনক্ষণ

মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে এই টিকার দামও ঘোষণা করা হয়েছে।

Corona Nasal vaccine dose available on CoWIN portal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 27, 2022 8:38 pm
  • Updated:December 27, 2022 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে নতুন করে ভয় ধরাচ্ছে মারণ করোনা ভাইরাস। কোভিডের নয়া ভ্যারিয়েন্ট বিএফ.৭ দ্রুত সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যেই চিনে চোখ রাঙাচ্ছে নয়া এই স্ট্রেন। প্রায় প্রতিদিন কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই আগেভাগেই সতর্ক হয়েছে ভারত। সংক্রমণ রুখতে উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশপাশি বুস্টার ডোজ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে। আর মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফে এই টিকার দামও ঘোষণা করা হয়েছে।

এদিনই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বেসরকারি হাসপাতালে ৮০০ টাকার (জিএসটি বাদ দিয়ে) বিনিময়ে পাওয়া যাবে এই ভ্যাকসিন (COVID Vaccine)। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেকেই এই টিকা বুস্টার হিসেবে নিতে পারবেন। আসলে যাঁরা কোভ্য়াক্সিন কিংবা কোভিশিল্ডের জোড়া ডোজ নিয়েছেন, তাঁদের জন্য এই ডোজটি করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আরও একটি সুরক্ষা বলয় তৈরি করবে। অন্য ডোজের মতোই কো-উইন পোর্টালেই (Cowin) থেকেই ডোজ নেওয়ার অ্যাপোয়েন্টমেন্ট বুক করা যাবে। ২৩ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে বুকিং। তাই সরাসরি হাসপাতালে গিয়ে লম্বা লাইনে না দাঁড়িয়ে আগে থেকে বুক করে রাখুন।

Advertisement

[আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর, ভোটের আগে ১২ শতাংশ DA বাড়াল ত্রিপুরা সরকার]

চলুন জেনে নেওয়া যাক, বাড়ি বসেই কীভাবে বুস্টার ডোজ নেওয়ার দিনক্ষণ বুক করবেন।

  • নিজের স্মার্টফোন কিংবা ডেস্কটপ থেকে কো-উইনের অফিসিয়াল ওয়েবসাইট cowin.gov.in/ -এ ক্লিক করুন।
  • নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর টাইপ করে লগ-ইন করুন।
  • সেই নম্বরেই একটি OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাবেন। সেটি টাইপ করে ভেরিফাই করুন।
  • লগ ইন হলে ভ্যাকসিন স্টেটাসে ক্লিক করে বুস্টার ডোজ অপশনে যান। মনে রাখবেন, আপনার যদি জোড়া ডোজ নেওয়া থাকে, তবেই এই অপশন কার্যকরি হবে। পাশাপাশি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস পরই আপনি বুস্টার ডোজ নিতে পারবেন।
  • পিন কোড অথবা জেলার নাম দিয়ে নিজের আশপাশের টিকাকরণ কেন্দ্র খুঁজে নিন।
  • এবার নিজের পছন্দ বা সুবিধা মতো যে কোনও একটি হাসপাতালকে বেছে নিন।
  • এবার কোন তারিখ ও সময়ে বুস্টার ডোজ নিতে চান, সেই শূন্যস্থান পূরণ করুন।
  • ব্যস, আপনার কাজ শেষ। সময়মতো হাসপাতালে পৌঁছে ডোজ নিন এবং ভ্যাকসিনেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে সযত্নে রেখে দিন।

[আরও পড়ুন: ‘ভারতীয় নোট থেকে বাপুর ছবি মুছে ফেলুন’, কেন্দ্রকে বিঁধলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement