Advertisement
Advertisement
Cognizant

৬ মাসে দ্বিতীয় বার, ব্যাপক মন্দার আশঙ্কার মধ্যেই ফের বেতন বাড়ল ৩ লক্ষ কগনিজেন্ট কর্মীর

কারও ক্ষেত্রে ১৮ মাসে তৃতীয় বার বেতনবৃদ্ধি হল।

Cognizant offers salary hike to over 3 lakh employees
Published by: Biswadip Dey
  • Posted:April 20, 2023 4:22 pm
  • Updated:April 20, 2023 4:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম সেরা তথ্য-প্রযুক্তি সংস্থা কগনিজেন্ট। কয়েক মাস আগেই সংস্থার সিইও নির্বাচিত হয়েছেন রবি কুমার। আর এবার তিনি ঘোষণা করলেন, ৩ লক্ষেরও বেশি কর্মীর বেতন বাড়ানোর। মাত্র ৬ মাস আগে বেতনবৃদ্ধির পরই ফের এমন ঘোষণায় স্বাভাবিক ভাবেই সংস্থায় কর্মরতদের মধ্যে খুশির হাওয়া। বিশ্বজুড়ে মন্দার কালো মেঘ। যার বাইরে নয় তথ্য-প্রযুক্তি সংস্থাও। সেই পরিস্থিতিতেই ৬ মাসের মধ্যে দু’বার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল কগনিজেন্ট।

কিছুদিন আগেই ইস্তফা দিয়েছেন কগনিজেন্টের চিফ পিপল অফিসার রেবেকা স্কমিট। ৫ মে’র পরই তিনি সংস্থা ছেড়ে দিচ্ছেন। তাঁর ইস্তফার কয়েকদিনের মধ্যেই বেতনবৃদ্ধির ঘোষণা করলেন রবি কুমার। ইতিমধ্যেই একটি ইন্টারনাল নোটে কগনিজেন্টের কর্মীদের এই সুখবর দিয়েছেন সিইও। মনে করিয়ে দিয়েছেন মাত্র ৬ মাস আগেই বেতনবৃদ্ধি হয়েছিল তাঁদের। অনেকের ক্ষেত্রেই ১৮ মাসে যে তৃতীয় বার বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেকথাও মনে করিয়ে দিয়েছেন। গত ২ বছর ধরেই যে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে তা জানিয়ে রবি কুমার লিখেছেন, ‘এটা থেকে পরিষ্কার, কগনিজেন্টের সাফল্যের পিছনে আপনারা আমাদের সঙ্গীরা, কতটা মূল্যবান।’

Advertisement

[আরও পড়ুন: সূর্যে উঠেছে ঝড়, আজই আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে! সতর্ক করল NASA]

উল্লেখ্য, ইনফোসিসের ডিরেক্টর হিসেবে একদা কাজ করতেন রবি। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু এরপরই তিনি কগনিজেন্টে (Cognizant) যোগ দেন। এই সংস্থায় বিপুল সংখ্যক বেতন পান রবি কুমার।

[আরও পড়ুন: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement