প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিবলি জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আট থেকে আশি, জিবলি অবতারে নিজেদের ছবি তুলে ধরছেন সকলেই। সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে #StudioGhibli। এবার জিবলি ঝড়কে আরও শক্তিশালী করতে নতুন সিদ্ধান্ত নিলেন ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। জানালেন, এবার জিবলি তৈরি করা যাবে একেবারে বিনামূল্যে।
মাত্র কয়েকদিন আগে আত্মপ্রকাশ করেছে চ্যাটজিপিটির জিবলি ইমেজ জেনারেশন টুল। সেলিব্রিটি থেকে আমজনতা সকলেই জিবলিতে বুঁদ। তবে এতদিন জিবলি বানানোর কিছু সমস্যা ছিল। বিনামূল্যে মাত্র তিনটি ছবি বানাতে পারতেন ইউজাররা। প্রত্যেক ছবি তৈরির মধ্যে ন্যূনতম আট মিনিটের ব্যবধান থাকতে হত। তবে চ্যাটজিপিটির প্রিমিয়াম ইউজারদের জন্য এমন কোনও বাধানিষেধ ছিল না। কিন্তু এবার সকল ইউজাররাই এমন সুবিধা পাবেন বলে জানালেন অল্টম্যান। ফ্রি ভার্সনের ইউজাররাও যতখুশি ছবি বানাতে পারবেন জিবলি স্টুডিও থেকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিবলি ছবিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ওপেনএআই সিইও।
— Sam Altman (@sama) March 31, 2025
কিভাবে এআইয়ের সাহায্যে জিবলি ছবি তৈরি করতে পারবেন? প্রথমেই openai.com-এ ঢুকে লগ ইন করুন। তারপর শুরু করুন কনভারসেশন। সেজন্য ‘নিউ চ্যাট’-এ ক্লিক করতে হবে। এরপর সেখানে একটি ইমেজ প্রম্পট লিখুন। অর্থাৎ স্টুডিও জিবলি স্টাইলে ছবি তৈরি করতে চাইছেন তা বিস্তারে লিখুন। ব্যাস। এবার এন্টার টিপলেই কেল্লা ফতে। যে ছবি তৈরি হবে তা সেভ করে নিন। তাহলেই সেটা আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এরই পাশাপাশি গ্রকের মতো এআই টুল ব্যবহার করেও একই ভাবে এরকম ছবি তৈরি করতে পারবেন। স্ন্যাপচ্যাটে রয়েছে ঘিবলি ফিল্টার। সেটাও ব্যবহার করে দেখতে পারেন।
তবে সঠিক প্রম্পট ব্যবহার না করার কারণেই অনেকে জিবলি ছবি তৈরি করতে পারছেন না। ChatGPT তৈরিই হয়েছে ইনপুট বুঝে কাজ করার জন্য। সেক্ষেত্রে যদি সঠিকভাবে নির্দেশ না দেওয়া হয় তাহলে সমস্যা। অনেকক্ষেত্রেই AI বুঝতে পারছে না, ব্যবহারকারী কী চাইছেন, সেই কারণেই মনের মতো ছবি উপহার দিতে পারছে না। তাই জিবলি ছবি বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে নির্দেশে যেন গণ্ডগোল না হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.