Advertisement
Advertisement
mobile phone

খুব তাড়া আছে? স্মার্টফোন দ্রুত চার্জ করতে চান? মাথায় রাখুন এই ৫টি বিষয়

হাতেনাতে ফল পেতে ৫ নম্বর পয়েন্টটি অবশ্যই মানতে হবে।

Charge your mobile faster, here are some tips | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 9, 2023 12:14 am
  • Updated:July 9, 2023 12:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোন ছাড়া অধিকাংশ মানুষেই এক মুহূর্তও যেন এখন অচল। আর বাড়ির বাইরে বেরিয়ে যদি স্মার্টফোনের চার্জ কমে যায়, তখনই কপালে জমতে থাকে ঘাম। সঙ্গে পাওয়ার ব্যাংক না থাকলে তো মাথায় হাত! তবে এত চিন্তা করার প্রয়োজন নেই। যে সময়ে আপনি নিজের স্মার্টফোনটি চার্জ করেন, তার থেকেও দ্রুত চার্জ করে নেওয়ারও উপায় আছে। ফলে সময় অনেকটাই বাঁচবে। চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে।

পাওয়ার অফ করে দিন: মোবাইল ফোনের পাওয়ার অফ করে চার্জে বসালে তা দ্রুত চার্জ হয়ে যায়। কারণ গোটা পাওয়ার সাপ্লাই সোজা চলে যায় আপনার ব্যাটারিতে। তাই ঝটপট চার্জের জন্য ফোনটি খানিকক্ষণের জন্য সুইচড অফ করে ফেলুন। একান্তই তেমনটা সম্ভব না হলে নেট কানেকশন বন্ধ করে দিন।

Advertisement

[আরও পড়ুন: ১২ বছর পর খেজুরিতে ‘পুনর্জন্ম’ লাল ঝান্ডার! ক্যাম্প অফিস তৈরি করে মাটি শক্ত করছে বামেরা]

এরোপ্লেন মোড: মোবাইলের সেটিংসে এরোপ্লেন মোড থাকে। সেটি সিলেক্ট করার পর যদি মোবাইল চার্জে বসার, তাহলে নিঃসন্দেহে অনেক তাড়াতাড়ি চার্জ হবে। সেই অবস্থায় কোনও ডকুমেন্ট পড়া কিংবা ছবি দেখার জন্য আপনি মোবাইল ব্যবহারও করতে পারবেন।

মোবাইল ব্যবহার নয়: চার্জ হওয়ার সময় মোবাইলের কোনও অ্যাপ না খুললে তা দ্রুত চার্জ হয়। ভিডিও দেখা কিংবা গেম খেলা কিংবা চার্জে বসিয়ে ফোনে কথা বলার থেকে বিরত থাকুন।

ওয়াল সকেট চার্জার: তাড়াতাড়ি চার্জ করতে চাইলে ওয়াল সকেটে চার্জ করুন। USB পোর্ট দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপে বসিয়ে চার্জ করলে কিংবা পাওয়ার ব্যাংক ব্যবহার করলে কিন্তু চার্জ হতে অনেকটা বেশি সময় লাগবে।

অ্যাপ ব্রাউজার বন্ধ করুন: অনেক সময় আপনার অজান্তে ফোনের ব্যাকগ্রাউন্ডে অজস্র অ্যাপ খোলা থাকে। তাতে চার্জ যেমন দ্রুত কমতে থাকে, তেমনই চার্জ হতেও বেশি সময় লাগে। তাই স্মার্টফোন চার্জে বসানোর আগে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ব্রাউজারগুলি অবশ্যই বন্ধ করে নিন।

[আরও পড়ুন: Panchayat Election 2023: ভাঙড় থেকে দিনহাটা, রাজ্যের হটস্পটগুলিতে ভোটের হাল হকিকত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement