সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন প্রতারণা বেড়ে চলেছে প্রতিনিয়ত। রোজই বহু গ্রাহক লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন প্রতারকদের ফাঁদে পা দিয়ে। এবার সামনে এল চণ্ডীগড়ের (Chandigarh) এক মহিলার একসঙ্গে ৮০ লক্ষ টাকা হারানোর খবর। ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে আধার-সিম লিঙ্কের বিষয়টি।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ওই মহিলার কাছে ফোন আসে এক আগন্তুকের। তিনি নিজেকে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসার বলে দাবি করেন। ফোনে তিনি জানান, ওই মহিলার আধার (Aadhaar) তথ্য ব্যবহার করে একটি সিম তোলা হয়েছিল। সেই সিম ব্যবহারকারী ২৪টি আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। যেহেতু সিমটি ওই মহিলার নামে, তাই যে কোনও সময় তাঁকে গ্রেপ্তার করতে পারে পুলিশ।
স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে ঘাবড়ে যান ওই মহিলা। এর পরই অফিসাররূপী প্রতারক চেয়ে বসেন ৮০ লক্ষ টাকা। দাবি করেন, একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি জমা করতে। যদি মহিলা নিরপরাধ প্রমাণিত হন, তাহলে তাঁর টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। সেই ‘ফাঁদে’ পা দিয়ে সত্যিই ওই টাকা দিয়ে দেন মহিলা। ক্রমে তিনি বুঝতে পারেন কী ভুল করে ফেলেছেন! কার্যতই ‘উধাও’ হয়ে যান প্রতারক। পরে তিনি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রসঙ্গত, যেভাবে অনলাইন প্রতারকরা প্রতি মুহূর্তে নতুন নতুন কৌশল অবলম্বন করে চলেছে তাতে জল যে বিপদসীমার উপর দিয়ে বইছে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। তাই কয়েকটি বিষয় মাথায় রেখে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.