Advertisement
Advertisement
Wikipedia

পক্ষপাতদুষ্ট ও অসত্য তথ্য পরিবেশনের অভিযোগ! উইকিপিডিয়াকে নোটিস কেন্দ্রের

দিল্লি হাই কোর্টে উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা চলছে।

Centre issues notice to Wikipedia
Published by: Biswadip Dey
  • Posted:November 5, 2024 5:17 pm
  • Updated:November 5, 2024 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উইকিপিডিয়া’-কে নোটিস পাঠাল কেন্দ্র। অভিযোগ, জনপ্রিয় ও বিনামূল্যের এই অনলাইন এনসাইক্লোপিডিয়ার পাতায় পক্ষপাতদুষ্ট ও অসত্য তথ্য সংযোজন করা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্র থেকে আরও জানা যাচ্ছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রশ্ন তুলেছে, যেহেতু উইকিপিডিয়ার একটি নির্দিষ্ট সম্পাদকীয় নিয়ন্ত্রণ বিভাগ রয়েছে, সেক্ষেত্রে একে ‘প্রকাশক’ না বলে ‘মাধ্যম’ বলা হবে কেন।

প্রসঙ্গত, দিল্লি হাই কোর্টে উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সংবাদ সংস্থা এএনআই তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। গত সেপ্টেম্বরে যে মামলার শুনানিতে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয় উইকিপিডিয়াকে। আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয়, এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়াকে ব্লক করার জন্য।

Advertisement

গোটা ঘটনার সূত্রপাত এক মানহানি মামলাকে কেন্দ্র করে। অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই-এর প্রোফাইল রয়েছে উইকিপিডিয়ায়। অভিযোগ, সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে যা শুধু অপমানজনক নয়, অত্যন্ত আপত্তিকর। সরকারের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এএনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল, বর্তমান সরকারের ‘প্রোপাগান্ডা টুল’ বা ‘অপপ্রচারের অস্ত্র’। এই ঘটনার প্রেক্ষিতে উইকিপিডিয়ায় বিরুদ্ধে মানহানি মামলা করে এএনআই। এবার তাদের নোটিস পাঠাল কেন্দ্র।

প্রসঙ্গত, হাই কোর্টে উইকিপিডিয়ায় আইনজীবী বলেন, ‘‘আমরা কিছু তথ্য ইতিমধ্যেই দিয়েছি। তবে সংস্থার তরফে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক। কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না।” তাঁর এই মন্তব্যেই ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা। বলেন, ”এর আগেও এই ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের তরফে। যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement