Advertisement
Advertisement

Breaking News

Social Media

ফেসবুক-টুইটারের রোজগার নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রর, কড়া নিয়ম ইনফ্লুয়েন্সারদের জন্যও

নিয়ম লঙ্ঘন করলে জরিমানার পাশাপাশি আরও শাস্তি হতে পারে অভিযুক্তর।

Centre Issues New Rules For Social Media Influencers | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 21, 2023 2:10 pm
  • Updated:January 21, 2023 5:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া জায়ান্টদের রোজগারের দিকে এবার আলোকপাত কেন্দ্রর। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম নিজেদের খবর এই ধরনের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে পোস্ট করে আয় করে। আবার এই কনটেন্ট থেকে আয় হয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলিরও। এবার কেন্দ্র জানিয়ে দিল, সেই আয়ের একটা অংশ ভাগ করে নিতে হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্যও নতুন নিয়ম ঘোষণা করল মোদি সরকার। সাফ জানিয়ে দেওয়া হল, নির্দেশ না মানলেই মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে তাঁদের।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি জনপ্রিয় হয় উঠছেন ইনফ্লুয়েন্সাররা। তাঁদের কথাবার্তা, তাঁদের দেওয়া তথ্য়ে উৎসাহী ও অনুপ্রাণিতও হচ্ছেন ইউজাররা। আর সেই সৌজন্যেই বাড়ছে সেসব ইনফ্লুয়েন্সারদের ফলোয়ারের সংখ্যা। কিন্তু এবার নিজেদের প্রোফাইল কিংবা পেজে যা ইচ্ছা তাই কনটেন্ট পোস্ট করে দিলেই হবে। মানতে হবে কেন্দ্রের লাগু করা নিয়। শুক্রবার কেন্দ্রের তরফে বলা হয়, ভিডিওতে তাঁরা যা দেখাচ্ছেন, তার বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে। যেমন, কোনও হোটেল দেখালে সেখানে থাকার ব্যবস্থার খুঁটিনাটি, লোকেশন, ছাড় ইত্যাদি। আবার কোনও পণ্য, পরিষেবা কিংবা স্কিম নিয়ে ভিডিও তৈরি হলে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য সহজ ও বোধগম্য ভাষায় জানাতে হবে। তথ্যগুলি যাতে কোনও ভাবেই দর্শকদের চোখ এড়িয়ে না যায়, লাইভ বা ভিডিও সে বিষয়টিও সুনিশ্চিত করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ট্রেনে বন্ধ হতে চলেছে হকারি! ‘গরিবদের ভাতে মারার চেষ্টা’, প্রতিবাদে সরব হকার ইউনিয়ন]

কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের অন্যথা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনও পণ্যের প্রচারের ক্ষেত্রে উপর নিষেধাজ্ঞাও জারি হতে পারে। শুধু তাই নয়, নিয়ম লঙ্ঘন করলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে সেই ইনফ্লুয়েন্সারকে। আসলে যতদিন যাচ্ছে, ততই বাড়ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সংখ্যা। সাধারণ মানুষ যাতে তাঁদের দ্বারা প্রচার করা কোনও পণ্যের বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত না হন কিংবা কোনও ইনফ্লুয়েন্সার যাতে শুধুমাত্র টাকার জন্য যাতে কাউকে ভুল পথে চালিত না করেন, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই এই নয়া নিয়ম চালু কেন্দ্রর।

নিয়ম ভঙ্গ করলে ক্রেতাসুরক্ষা আইন ২০১৯-এর আওতায় শাস্তির মুখে পড়তে হবে ইনফ্লুয়েন্সারকে। উৎপাদক, বিজ্ঞাপনদাতাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একই ভুল একাধিকবার হলে ৫০ লক্ষ টাকা পর্যন্ত গুনতে হবে পারে অভিযুক্তকে। এছাড়াও অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ১ থেকে ৩ বছর কোনও পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন করতে পারবেন না।

[আরও পড়ুন: আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, পঞ্চায়েত নির্বাচনের আগে ফের নতুন করে উত্তপ্ত ভাঙড়]

এদিকে, সংবাদমাধ্যমের থেকে আয়ের পুরো অর্থই যে আর নিজেদের কাছে রাখতে পারবে না সোশ্যাল প্ল্যাটফর্মগুলি, সে বিষয়টিও জানিয়ে দিল কেন্দ্র। সামঞ্জস্য বজায় রাখতে আয়ের একটি অংশ দিতে হবে সরকারকে। এমনটাই জানানো হয়েছে। যদিও কত শতাংশ ডিজিটাল প্ল্যাটফর্মকে দিতে হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement