সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডে কোনও ভুল ত্রুটি রয়ে গিয়েছে? এখনও তা সংশোধন করতে পারেননি? তাহলে আপনার জন্য স্বস্তির খবর। অনলাইনে এখনও বিনামূল্যেই আধারের খুঁটিনাটি আপডেট করে নিতে পারবেন। কারণ আবারও নিখরচায় আধারের তথ্য আপডেটের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করল কেন্দ্র।
বাড়ি বসে অনলাইনেই আপডেট করে নেওয়া যায় আধার কার্ডের তথ্য। ভুল নাম কিংবা ঠিকানা অথবা জন্ম তারিখে কোনও গন্ডগোল থাকলে তা নিখরচায় আপডেট করে নেওয়া সম্ভব। তবে পরবর্তীতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, আধার কার্ডের খুঁটিনাটি আপডেট করতে অর্থ খরচ করতে হবে। প্রথমে জানানো হয়, চলতি বছর ১৪ জুনের পর আধার আপডেট করতে হলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। পরে তার সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ সেপ্টেম্বর। আর এবার সেই সময়সীমা আরও বাড়ল। জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আধারের তথ্য সংশোধনের ক্ষেত্রে কোনও টাকা খরচ হবে না।
আধার কার্ডের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) তরফে জানানো হল, যাঁরা ১০ বছর আগে আধার কার্ড করিয়েছেন, তবে ঠিকানা কিংবা অন্যান্য আপডেট করা হয়নি, তাঁরা আগাম ১৪ ডিসেম্বর অর্থাৎ আরও দুমাস নিখরচায় এই পরিষেবা পাবেন। এর পর থেকে প্রতিটি আপডেটের জন্য ৫০ টাকা করে খরচ করতে হবে। এবার জেনে নেওয়া যাক
কীভাবে অনলাইনে আধারের খুঁটিনাটি আপডেট করবেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.