ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার টিকা সংরক্ষণ, বিতরণ কিংবা টিকাকরণ, সমস্ত বিষয়ে নজর রাখা হবে ডিজিটালি। আগেই এ কথা জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই উদ্দেশে রীতিমতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানানো হয়েছে। রয়েছে অ্যাপও। ভ্যাকসিন নিতে হলে সেই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে বলে খবর।
মঙ্গলবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সাংবাদিক বৈঠক করেন। সেখানে যেমন কয়েকটি ভ্যাকসিনকে (COVID Vaccine) ছাড়পত্র দেওয়ার কথা জানিয়েছেন। তেমনই জানিয়েছেন, টিকাকরণের গোটা প্রক্রিয়ায় নজর রাখার কথাও। একটি মাত্র অ্যাপেই সমস্ত প্রক্রিয়াটিকে বেঁধে ফেলেছে সংশ্লিষ্ট মন্ত্রক।
ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে CO-WIN। অ্যাপটি বিনামূল্যে মোবাইলে ডাউনলোডও করা যাবে। কেউ করোনার সম্ভাব্য প্রতিষেধক নিতে চাইলে, এই অ্যাপে (App) নাম নথিভুক্ত করতে হবে। রাজেশ জানিয়েছেন, অ্যাপটির পাঁচটি মডিউল থাকছে- অ্যাডমিনিস্ট্রেটর মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিশিয়ারি অ্যাকনোলেজমেন্ট মডিউল এবং রিপোর্ট মডিউল।
এবার প্রশ্ন হচ্ছে কারা নাম নথিভুক্ত করতে পারবেন?
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম দফায় প্রথমসারির করোনা-যোদ্ধাকে টিকা প্রদান করা হবে। তারপর যাঁরা জরুরি কাজে নিযুক্ত আছেন তাঁরা টিকা পাবেন। তৃতীয় দফায় পাবেন কো-মর্বিডিটি থাকা মানুষরা। এই সময় থেকেই স্বেচ্ছায় নথিভুক্তিকরণ শুরু হবে। এই নথিভুক্তকরণের প্রক্রিয়া সারবে কো-উইন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.