Advertisement
Advertisement

Breaking News

Facebook

ফেসবুকে এই ধরনের পোস্ট করলে করতে হবে হাজতবাস! জেনে নিয়ে সাবধান হোন

ভাবনাচিন্তা না করে পোস্ট করা থেকে সতর্ক হোন।

Carelessness on Facebook can land you in jail

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2025 6:01 pm
  • Updated:February 18, 2025 6:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের জনপ্রিয়তা আজও অটুট। যত সময় এগিয়েছে, ততই সোশাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। রেস্তরাঁয় খাওয়া থেকে মহাকুম্ভে স্নান, বন্ধুদের সঙ্গে হইহই থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়। আবার মনের নানা কথাও লেখেন ইউজাররা। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছুও পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!

আসলে অনেকেই সোশাল মিডিয়ায় ভাবনাচিন্তা করে পোস্ট, কমেন্ট বা ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকেন। আবার অনেকেই সেসবের ধার ধারেন না। আর তাতেই ঘটে যায় বিপত্তি। জেনে নিন কোন ধরনের পোস্ট থেকে পড়তে পারেন বিপদে।

Advertisement

আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট
জাতীয় বা সাম্প্রদায়িক ভাবাবেগকে আঘাত করে এমন পোস্ট করে ফেললে কিন্তু ইউজারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার নানা ধারায় মামলা রুজু হতে পারে। এই ধরনের পোস্টকে সাইবার অপরাধ হিসেবে ধরা হয়। কাজেই এই ধরনের বিষয় শেয়ার করা তো বটেই, কোনও ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

প্রাইভেসি লঙ্ঘন
ফেসবুকে কারও ছবি, ভিডিও তাঁর অনুমতি না নিয়ে পোস্ট কারও বিপজ্জনক হতে পারে। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ই ও ৬৭এ ধাকায় এটা অপরাধ। অভিযোগ প্রমাণ হলে জেল, জরিমানা দুই-ই হতে পারে। তাই কারও অনুমতি না নিয়ে তাঁর ছবি বা ভিডিও শেয়ার করবেন না। তাছাড়া কারও ব্যক্তিগত তথ্য যথা ফোন নম্বর, ঠিকানা বা ব্যাঙ্ক ডিটেইলস শেয়ার করাও একই রকম অন্যায়। এই ধরনের কার্যকলাপ থেকে সতর্ক হোন।

ফেক প্রোফাইল
অন্য কোনও ব্যক্তির নাম, ছবি বা তথ্যের ব্যবহার করে ‘ফেক’ অ্যাকাউন্ট শেয়ার করলে কিন্তু বিপদকে আমন্ত্রণ জানিয়ে বসবেন। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি ও ৬৬ডি ধারায় দোষী সাব্যস্ত হলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। দিতে হবে বিপুল জরিমানাও।

ফেক নিউজ শেয়ার
অনেক সময় ফেসবুকে ভুয়ো খবর ভাইরাল হয়ে যায়। এবং অনেকেই সেটা যাচাই না করেই ছাড়াই সেসব শেয়ার করে দেন। মনে রাখবেন, আপনি যদি মিথ্যা তথ্য, বিকৃত ছবি বা গুজব শেয়ার করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইটি আইন, তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা করা যেতে পারে। তাই যে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলিকে বিশ্বাস করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement