স্টাফ রিপোর্টার : আদালতে জট কাটল না বুধবারও। কিন্তু দেশের টিভি দর্শকদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে দিল্লিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসা বৈঠক। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে বিভিন্ন এমএসও (MSO), কেবল অপারেটর (Cable Operator) ও চ্যানেল (TV Channel) সম্প্রচার সংস্থাগুলির এই বৈঠকে সমাধানসূত্র বেরিয়েছে বলে খবর।
কেবল অপারেটরদের একটি সূত্রের দাবি, সব কিছু ঠিকঠাক চললে আজ, বৃহস্পতিবার থেকেই টেলিভিশন সেটে ফিরতে চলেছে জনপ্রিয় চ্যানেলগুলি। কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এ বিষয়ে আবেদনের শুনানি হয়। চ্যানেলের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই শহরের কেবল অপারেটরদের এক সংস্থার পক্ষ থেকে দায়ের করা হয়েছিল এই মামলা। এদিকে আদালতের সিদ্ধান্তের অপেক্ষা না করেই সমস্যা যাতে মেটানো যায়, তার জন্য উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চেষ্টায় দিল্লিতে (Dellhi) এ বিষয়ে বুধবার মুখোমুখি বৈঠকে বসে এমএসও, কেবল অপারেটর ও ব্রাডকাস্টার সংস্থাগুলি। সেখানে সমস্যা সমাধানে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গত শনিবার বেলার দিকে টিভি দেখতে গিয়ে সমস্যায় পড়েন অসংখ্য দর্শক। বিনামূল্যের চ্যানেল নিয়ে সমস্যা ছিল না। কিন্তু সম্প্রচার বন্ধ হয়ে যায় পে চ্যানেলগুলির। এর পর থেকেই খেলা থেকে বিনোদন চ্যানেলের সম্প্রচার সবই বন্ধ। সেই সমস্যার জট হয়তো আজ ছাড়াতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.