Advertisement
Advertisement

Breaking News

BSNL

প্ল্যানের খরচ বাড়িয়েছে জিও, ভোডাফোন, এয়ারটেল! ‘সস্তা’ বিএসএনএলে আগ্রহী গ্রাহকরা

জেনে নিন বিএসএনএলের প্ল্যানগুলি।

BSNL continue to offer plans at cheaper price
Published by: Biswadip Dey
  • Posted:July 3, 2024 2:51 pm
  • Updated:July 3, 2024 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার, ৩ জুলাই থেকে বাড়ল Jio, Airtel ও Vodafone গ্রাহকদের খরচ। প্রি-পেইড ও পোস্ট পেইড, সমস্ত প্ল্যানেরই দাম বেড়েছে। এই অবস্থায় স্বস্তি দিচ্ছে বিএসএনএল। তারা পুরনো রিচার্জ প্ল্যানই চালু রাখছে। ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের প্ল্যান এখন অনেক সস্তা। যাঁরা এই মুহূর্তে বিএসএনএলের গ্রাহক, যাঁরা ভাবছেন নিজেদের এতদিনের নেটওয়ার্ক ছেড়ে এবার নতুন করে গ্রাহক হবেন ভাবছেন সকলের জন্যই এই মোবাইল প্ল্যান রয়েছে।

দেখে নেওয়া যাক বিএসএনএলের (BSNL) প্ল্যানগুলি-

Advertisement

১০৭ টাকার প্ল্যান: ভ্যালিডিটি ৩৫ দিনের। ২০০ মিনিট ভয়েস কল ও ৩ জিবি ৪জি ডেটা।

১০৮ টাকার প্ল্যান: নতুন ইউজারদের জন্য বিএসএনএলের একটি ‘ফার্স্ট রিচার্জ কুপন’ রয়েছে ১০৮ টাকার। ২৮ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা যেমন রয়েছে, তেমনই রয়েছে দৈনিক ১ জিবি ৪জি ডেটা।

[আরও পড়ুন: একটাই গোল, বার বার মাস্ক বদল! ইউরোয় এমবাপকে নিয়ে শোরগোল]

১৯৭ টাকার প্ল্যান: এই প্ল্যান ৭০ দিনের। ২ জিবি ৪জি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলের সুবিধা রয়েছে এই প্ল্যানে। প্রথম ১৮ দিন রোজ মিলবে ১০০ এসএমএসও।

১৯৯ টাকার প্ল্যান: ৭০ দিনের প্ল্যান। দৈনিক ২ জিবি ৪জি ডেটা এবং আনমিলিটেড কল।

৩৯৭ টাকার প্ল্যান: ১৫০ দিনের এই প্ল্যানে মিলবে আনলিমিটেড কল। আর প্রথম ৩০ দিনের জন্য দৈনিক ২ জিবি ৪জি ডেটা।

[আরও পড়ুন: কলম্বিয়ার সঙ্গে ড্র ব্রাজিলের, কোপার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াসরা]

৭৯৭ টাকার প্ল্যান: ৩০০ দিনের এই প্ল্যানে আনলিমিটেড কল ও প্রথম ৬০ দিনের জন্য দৈনিক ২ জিবি ডেটা।

১৯৯৯ টাকার প্ল্যান: যাঁরা একবারে সারা বছরের রিচার্জ করে নিতে চান তাঁদের জন্য এই প্ল্যানের বিকল্প নেই। ৩৬৫ দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে মিলবে ৬০০ জিবি ৪জি ডেটা, আনলিমিটেড ডেটা। এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয় বার্ষিক এই প্ল্যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement