Advertisement
Advertisement
BharatPe

বিনিয়োগের বাজারে পা রাখল ‘ভারত-পে’, অ্যাপের মাধ্যমে সহজে কেনা যাবে সোনা

সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে কেনা যাবে ২৪ ক্যারেট খাঁটি সোনা।

BharatPe enters investment Market with 'Invest BharatPe', Launches digital gold for all
Published by: Amit Kumar Das
  • Posted:November 8, 2024 9:30 pm
  • Updated:November 8, 2024 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল লেনদেনের পাশাপাশি এবার পাকাপাকিভাবে বিনিয়োগের বাজারে পা রাখল ভারত-পে। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন থেকে ‘Invest BharatPe’ অ্যাপের মাধ্যমে সোনায় বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা। সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে কেনা যাবে ২৪ ক্যারেটের ১০০ শতাংশ খাঁটি ডিজিটাল সোনা।

২০১৮ সালে ভারতের বাজারে পা রেখেছিল ভারত-পে। ডিজিটাল লেনদেনের বাজারে দাপটের সঙ্গে কাজ করেছে এই সংস্থা। যদিও গুগল-পে, ফোন পে-এর মতো একাধিক সংস্থার দাপটে সেভাবে বাজারে দাগ কাটতে পারেনি ভারত-পে। এই অবস্থায় শুধু ডিজিটাল আর্থিক লেনদেন নয়, বিনিয়োগের বাজারেও আঁচড় কাটতে নামল এই সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, সর্বনিম্ন ১০০ টাকা খরচ করে ডিজিটাল সোনা কিনতে পারবেন গ্রাহকরা। যা হবে ২৪ ক্যারেটের, অর্থাৎ ১০০ শতাংশ খাঁটি। বাজার দরেই পাওয়া যাবে এই সোনা। গ্রাহকরা যত সোনা কিনবেন তার সঙ্গে ১.১ শতাংশ সোনা বিনামূল্যে দেওয়া হবে সংস্থার তরফে। তবে এর জন্য ‘Invest BharatPe’ নামক অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রোয়েড এবং আইওএস দু জায়গাতেই পাওয়া যাবে এই অ্যাপ।

Advertisement

বিনিয়োগের বাজারে পা রাখতে সেফগোল্ড নামক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে সংস্থাটি। সংস্থার দাবি, সোনা কেনা এবং বিক্রি অ্যাপের মাধ্যমে দুটোই সহজে করা যাবে। এটি ডিজিটাল সোনা হওয়ার ফলে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার কোনও ভয় নেই। নয়া শুরু প্রসঙ্গে সংস্থার সিইও নলিনী নেগি বলেন, ”ভারতে মতো দেশে বেশিরভাগ মানুষ সোনায় বিনিয়োগ করতে পছন্দ করেন। ঐতিহ্যবাহী এই বিনিয়োগকে আরও সহজ, নিরাপদ ও ঝুঁকিবিহীন করে তুলতেই আমাদের এই উদ্যোগ।” পাশাপাশি সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ‘শুধু ডিজিটাল গোল্ড নয়, আগামী দিনে বিনিয়োগের ক্ষেত্রে বিরাট বড় প্ল্যার্টফর্ম হিসেবে নিজেদের মেলে ধরতে যাচ্ছি আমরা।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement