Advertisement
Advertisement

Breaking News

Google Chrome

গুগল ক্রোমের ভুয়ো আপডেট থেকে সাবধান! হু হু করে ঢুকে পড়ছে ম্যালওয়্যার

ক্ষতিকারক যে ম্যালওয়্যার কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা আপনার বড়সড় আর্থিক ক্ষতি করতে পারে!

Beware of this fake Chrome update, it is installing malware | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 30, 2023 8:16 pm
  • Updated:October 30, 2023 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউজারদের ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি হাতাতে বর্তমানে নানা ধরনের পন্থা অবলম্বন করছে হ্যাকাররা। এবার গুগল ক্রোমকে হাতিয়ার করার চেষ্টা করছে তারা। ক্রোমের (Google Chrome) ভুয়ো আপডেট দেওয়ার নাম করে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ক্ষতিকর ম্যালওয়্যার। তাই প্রত্যেককে সাবধান হতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা।

আপনি ঠিক যতখানি ভাবতে পারবেন, হ্যাকাররা তার চেয়ে অনেকগুলো বেশি ধাপ এগিয়ে গিয়েছে। ভুয়ো ক্রোম আপডেটের ফাঁদ পেতে রিমোট অ্যাকসেস ট্রোজনের (RAT) মাধ্যমে আপনার কম্পিউটার দখল করছে প্রতারকরা। আপডেটের আছিলায় এমন কিছু ক্ষতিকারক ম্যালওয়্যার কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যা আপনার বড়সড় আর্থিক ক্ষতি করতে পারে। সেই সঙ্গে খোয়াতে পারেন ব্যক্তিগত তথ্যও।

Advertisement

[আরও পড়ুন: মায়ের প্রার্থনা বিফলে, উদ্ধার হামাসের পণবন্দি জার্মান তরুণীর দেহ]

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর আগেই বিভিন্ন ডিভাইসে ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে হ্যাকাররা। তবে এবারের ভাইরাসটি অতি শক্তিশালী। FakeUpdateRU নামের ম্যালওয়্যারটির মাধ্য়মেই কেল্লাফতে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই এনিয়ে পদক্ষেপ করেছে টেক জায়ান্ট। যে সমস্ত ওয়েবসাইটগুলো ম্যালওয়্য়ার ছড়াচ্ছে, সেগুলোকে ব্লক করা হচ্ছে। পাশাপাশি কোনও ইউজার যদি সেই পেজে যান, তাঁকে স্ক্রিনে সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। বিশেষ করে index[.]php ধরনের ফাইলগুলো নিয়ে বিশেষ সতর্ক থাকতে বলা হচ্ছে ইউজারদের।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপডেট বাটনটি ক্লিক করতেই JavaScript কোডের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করছে। ক্রোম আপডেট তো হচ্ছেই না, উলটে কম্পিউটারে ঢুকছে ভাইরাস।

[আরও পড়ুন: সিঙ্গুর বিবাদে ট্রাইবুনালের সিদ্ধান্ত, টাটা মোটরসকে ৭৬৬ কোটির খেসারত দেবে বাংলা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement