সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার প্রবণতা বেড়েই চলেছে। আপনার অজান্তেই কোনও ভুয়ো মেসেজের ফাঁদ মুহূর্তে সর্বস্বান্ত করে দিতে পারে আপনাকে। প্রতারকরা নিত্যনতুন ভুয়ো বার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। বারবার সাবধান করা সত্ত্বেও বহু ক্ষেত্রেই এই ধরনের ফাঁদে পা দিয়ে ফেলছেন বহু ইউজারই। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা। সেই বার্তায় বলা হচ্ছে, সরকার নাকি বেকারদের জন্য মাসিক ৬ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলাই বাহুল্য, এটা ভুয়ো মেসেজ। কিন্তু এই টোপ একবার গিললেই সর্বনাশ!
মনে করা হচ্ছে এই ধরনের বার্তার উদ্দেশ্য একটাই। আপনাকে প্রলোভন দেখানো। যার জেরে সেই টোপে পা দিয়ে ফেললেই আপনার ফোনটির নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের হাতে। আর সেই কারণেই এই ধরনের মেসেজে কোনওরকম প্রতিক্রিয়া না দেখানোই ভাল।
হোয়াটসঅ্যাপে কোনও অচেনা নম্বর থেকে এই ধরনের বার্তা পেলে প্রথমেই নম্বরটিকে ব্লক করে দিন। আর যদি চেনা কেউ ফরোয়ার্ড করে তাহলে সেই বার্তা মুছে দিতে হবে। সেই সঙ্গে যিনি ফরোয়ার্ড করছেন, তাঁকেও সতর্ক করতে হবে। তিনি হয়তো অজান্তেই মেসেজটি ফরোয়ার্ড করেছেন অথবা বিশ্বাস করেই করেছেন। কোনও মেসেজ পেলেই সেটিকে অন্ধ বিশ্বাস করে তা অন্যকে পাঠানো যে ঠিক নয়, সেটা অনেকেই বোঝেন না। যতদিন না এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ছে ততদিন এই ধরনের ফাঁদে পা দিয়ে ফেলার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
জেনে নিন কী করে এই ধরনের ফাঁদের হাত থেকে রক্ষা পাবেন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.