স্টাফ রিপোর্টার: হ্যাকারদের দৌরাত্ম্য বৃদ্ধিতে নাজেহাল ব্যাঙ্ক, বড় বড় কোম্পানি থেকে সরকারি দপ্তরগুলি। সাইবার দুনিয়ার এই দুষ্টচক্রকে একমাত্র প্রতিহত করতে পারে ‘ব্লকচেন টেকনোলজি’। ব্যয়বহুল এই প্রযুক্তি পরিষেবার জন্য এতদিন বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হত। এবার সেই দিন শেষ। এই প্রথম ভারতে তৈরি হল ‘বিসি হাইপার চেন’। শুধু তাইই নয়, এক বাঙালি উদ্যোগপতির নেতৃত্ব ব্রাইট ক্যারিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড এই অসাধ্য সাধন করেছে। সংস্থার তরফে সাইবার প্রতারণা প্রতিরোধের জন্য ব্লকচেন টেকনোলজির সাহায্য নিয়ে এই রক্ষাকবচ তৈরি করা হয়েছে।
কৃষক পরিবারের সন্তান বিকাশ মণ্ডল। তাঁরই অধীনে কাজ করছে ব্রাইট ক্যারিয়ার টেকনোলজি প্রাইভেট লিমিটেড। সাইবার সুরক্ষার নয়া উপায় খুঁজে বের করেছেন এই সংস্থার প্রযুক্তিবিদরা। বিকাশবাবু জানালেন, শূন্য হাতে শুরু করেছিলেন নিজের তথ্যপ্রযুক্তি সংস্থা। দীর্ঘ পরিশ্রমের ফল তাঁর কোম্পানির তৈরি করা নেক্সট-জেনারেশন প্ল্যাটফর্ম বিসি হাইপার চেন। মূলত ট্রেডিং ও গেমিং কোম্পানি, ক্রিপ্টোকারেন্সি, ই-কমার্স, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনস (ডিঅ্যাপস) সংক্রান্ত বিভিন্ন কোম্পানির জন্য পাবলিক ও প্রাইভেট ব্লকচেন মডেল তৈরি করে এই সংস্থা। সাতটি স্তরের ব্লকচেনটি এতটাই সুরক্ষিত ও দুর্ভেদ্য যে স্রষ্টা নিজেও তা ভাঙতে পারবেন না। ফলে জরুরি নথি, পুরনো রেকর্ডের ইতিহাস বদলে ফেলে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে যেসব দুর্নীতি হয়, তা করা সম্ভব হবে না।
আপাতত বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি অফিসেও ব্লকচেন প্রযুক্তি ও সফটওয়্যার বিক্রি করা লক্ষ্য বিকাশবাবুর। তাঁর দাবি, এই প্রযুক্তির মাধ্যমে গুরুতর সাইবার প্রতারণা রুখে দেওয়া যাবে সহজেই। কারণ, এর মূল উপাদান দুর্ভেদ্য নিরাপত্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.