Advertisement
Advertisement

যোগগুরু খুঁজছেন? এবার স্মার্টফোনের এক ক্লিকেই মিলবে খোঁজ

যেকোনও অ্যান্ড্রয়েড সেটে ডাউনলোড করা যাবে ওই অ্যাপ৷

Ayush app to locate certified yoga teachers
Published by: Sayani Sen
  • Posted:September 12, 2018 8:35 pm
  • Updated:September 12, 2018 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগচর্চা৷ অনেক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে শিশুদের জন্য যোগকে বাধ্যতামূলক করা হয়েছে৷ কিন্তু যারা স্কুলে সুযোগ পায় না, তাদের যোগ ক্লাসে ভরতি করার জন্য আগ্রহী অনেক অভিভাবক৷ কিন্তু যোগ শিক্ষক খুঁজে পেতে গিয়েই কালঘাম ছোটাতে হয় তাঁদের৷ তবে ব্যস্ত শিডিউলের মাঝে এত খোঁজাখুঁজির সময় কই? হাতের মুঠোয় স্মার্টফোন আর সেই স্মার্টফোনে ইন্টারনেট থাকলেই কেল্লা ফতে৷ এবার এক ক্লিকেই খুঁজে পাওয়া সম্ভব যোগগুরু৷  

[অপেক্ষার অবসান, এবার জিও ফোনেও মিলবে হোয়াটসঅ্যাপ]

এবার মোবাইল অ্যাপের মাধ্যমেই খুঁজে পাওয়া যাবে যোগা শিক্ষক৷ কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন যোগা এন্ড ন্যাচারোপ্যাথি  (সিসিআরওয়াইএন) -এর অন্তর্ভুক্ত যেকোনও যোগ শিক্ষকের খোঁজ মিলবে ওই অ্যাপ থেকে৷ ওই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন ওই যোগগুরুর খোঁজ, তাঁর যোগ্যতা ও বাড়ির ঠিকানার খোঁজ৷ শুধু তাই নয়, যাঁরা সিসিআরওয়াইএন-এ নিজেদের নাম নথিভুক্ত করাতে চান, তাঁরা ওই অ্যাপের মাধ্যমে আবেদন করতেও পারবেন৷

Advertisement

[দুর্দান্ত অডিও কোয়ালিটি উপভোগ করতে সস্তায় কিনতে পারেন এই হেডফোনগুলি]

সাধারণ মানুষের কথা ভেবেই আয়ুশ দুটি অ্যাপ চালু করে৷ আয়ুশের সম্পাদক বৈদ্য রাজেশ কোটেচা বলেন, ‘‘ভুবন যোগ ও যোগ লোকেটার নামে দুটি  অ্যাপস বাজারে আনা হয়েছে৷ সাধারণ মানুষের সাহায্যেই এই অ্যাপ দুটি আনা হয়েছে৷ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে কারা যোগ দিয়েছেন, তা জানা যায় ‘ভুবন যোগ’ অ্যাপের মাধ্যমেই৷  এই অ্যাপ যদিও সাধারণের জন্য নয়৷’’ আয়ুশের জয়েন্ট সেক্রেটারি পিএন রঞ্জিত কুমার বলেন, ‘‘তবে নতুন এই ‘যোগা-লোকেটর অ্যাপ’ যেকোনও অ্যান্ড্রয়েড মোবাইল সেটেই ব্যবহার করা যাবে৷’’

[জন্মদিনে বিশেষ অফার নিয়ে হাজির Jio, রোজ বিনামূল্যে ২ জিবি ডেটা]

মোরারজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা নীতু শর্মা বলেন, ‘‘শরীর গঠনের জন্যই যোগ ক্লাসে ভরতি করা হয় শিশুদের৷ সেক্ষেত্রে প্রশিক্ষণহীন শিক্ষকের কাছে যদি কোনও শিশু ট্রেনিং পায়, তার ক্ষতি পারে৷’’ সেকথা মাথায় রেখেই সঠিক যোগ শিক্ষকের খোঁজ দিতেই বাজারে অ্যাপ নিয়ে আসার চিন্তাভাবনা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement