Advertisement
Advertisement

Breaking News

AI

AI-এর কামালে পোয়াবারো এই অ্যাপগুলির, দেদার নগ্ন করা হচ্ছে যুবতীদের ছবি-ভিডিও!

ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

Apps which are using AI To Undress Women In Photos Gaining Popularity, says Report | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 9, 2023 12:30 pm
  • Updated:December 9, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ? এ প্রশ্ন নিয়ে আলোচনা অন্তহীন। আর যতদিন যাচ্ছে, ততই জোরালো হচ্ছে এই প্রশ্ন। ভেবে দেখুন, যে কৃত্রিম বুদ্ধিমত্তা অনায়াসে নানা সমস্যার সমাধান করে দিতে পারে, সেই প্রযুক্তিকেই অত্যন্ত খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। যার জেরে চরম বিপাকে পড়ছে সাধারণ মানুষ।

সম্প্রতি শিরোনামে উঠে এসেছে ডিপফেক প্রযুক্তি। অর্থাৎ একজনের শরীরে অন্য়ের মুখ বসিয়ে তৈরি করা হচ্ছে ছবি-ভিডিও। আর সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) দৌলতে। এবার নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এই কৃত্রিম বুদ্ধিমত্তার শরণাপন্ন হয়েছে বিভিন্ন অ্যাপ। এআই-এর মাধ্যমে সহজেই তৈরি করা হচ্ছে যুবতীদের নগ্ন ছবি-ভিডিও। আর হু হু করে বাড়ছে অ্য়াপগুলির জনপ্রিয়তা। সাম্প্রতিক গবেষণা অন্তত সে কথাই বলছে।

Advertisement

[আরও পড়ুন: SLST নিয়োগ: ‘যন্ত্রণার হাজার দিনে’ মস্তক মুণ্ডন মহিলা চাকরিপ্রার্থীর]

সোশাল নেটওয়ার্ক বিশ্লেষক সংস্থা গ্রাফিকা নিজেদের গবেষণা দেখতে পেয়েছে, শুধু গত সেপ্টেম্বরেই ২৪ মিলিয়ন মানুষ এই ধরনের ওয়েবসাইটে ঢুঁ মেরেছে, যেখানে নগ্ন করা হচ্ছে মহিলাদের! X, রেডিটের মতো সোশাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অ্যাপগুলি ২৪০০ শতাংশ জনপ্রিয়তা বাড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের ছবি এবং ভিডিও নগ্ন করা হচ্ছে।

ডিপফেকের শিকার হয়েছেন রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীরা। এমনকী রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই ধরনের ছবি, ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করা হচ্ছে আমজনতাকেও। যে বিষয়ে কেন্দ্র জানিয়েছিল, এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বেশ কিছু ওয়েবসাইটে নজরদারিও চালানো হচ্ছে। এবার এই সব অ্যাপগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটাই দেখার।

[আরও পড়ুন: টার্গেট প্রোটিয়া বধ, অনুশীলনে ইয়র্কার আগুন বুমরাহর! প্রথম ম্যাচে কি বাদ জাদেজা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement