Advertisement
Advertisement
iPhone 15

ভারতীয় বাজারে আত্মপ্রকাশ iPhone 15-এর, দাম কত? কী কী ফিচার? জানুন খুঁটিনাটি

এবার অ্যাপেলের সবচেয়ে বড় চমক হল USB টাইপ-সি পোর্ট।

Apple iPhone 15 Launched: Check Price and Features | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 13, 2023 2:31 pm
  • Updated:September 13, 2023 2:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। অ্যাপলের সর্বশেষ ইভেন্টে আত্মপ্রকাশ ঘটল আইফোন ১৫ মডেলের। এই সংস্থার সবচেয়ে আপগ্রেডেড মডেল হল iPhone 15 Pro Max। চলুন জেনে নেওয়া যাক ভারতে এর মূল্য কত? কবে থেকে প্রি-বুকিং করা যাবে। এর ফিচারই বা কী।

এই সিরিজের তিনটি মডেল হল iPhone 15, iPhone 15Pro এবং iPhone 15 Pro Max। আর এবার অ্যাপেলের সবচেয়ে বড় চমক হল চার্জারের জন্য USB টাইপ-সি পোর্ট। অর্থাৎ কেন্দ্রের নির্দেশ মেনেই ভারতের সমস্ত পোর্ট যে এবার টাইপ-সি হতে চলেছে, সে ইঙ্গিতই দিয়ে দিল অ্যাপেল। iPhone 15 Pro-এর ৬.১ ইঞ্চি এবং iPhone 15 Pro Max-এ ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। প্রো মডেলের ক্যামেরায় অ্যাপারচার-সহ রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। পাশাপাশি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরাও রয়েছে। iPhone 15 Pro-র আকর্ষণ হল ১২ এমপি 3x টেলিফটো ক্যামেরা। স্টোরেজ নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন ইউজাররা। iPhone 15 Pro-এ বেস ভেরিয়েন্টেই 128GB মেমোরি রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ED-CBI আমার পার্টির লোককে যেদিন ধরবে, খুশি হব’, রূপার মন্তব্যকেই হাতিয়ার তৃণমূলের]

আগামী শুক্রবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকেই ভারতে প্রি-অর্ডার নেওয়া শুরু হবে আইফোনের এই নয়া মডেলের। আগামী ২২ সেপ্টেম্বর থেকে iPhone 15 এবং iPhone 15 Plus মডেল বিক্রি শুরু হবে।

এবার জেনে নেওয়া যাক টেকদুনিয়ার নয়া এই সেনসেশনকে করায়ত্ত করতে কত খরচ হবে। 128GB স্টোরেজ যুক্ত iPhone 15-এর মডেলটি ভারতে বিক্রি হবে ৭৯,৯০০ টাকা। পাশাপাশি iPhone 15 Plus হ্যান্ডসেটটি পাওয়া যাবে ৮৯,৯০০ টাকায়। ১২৮ জিবির iPhone 15 Pro মডেলটির দাম শুরু ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকায়। ২৫৬ জিবি মেমোরি যুক্ত iPhone 15 Pro Max-এর মডেলটি কিনতে হবে ১ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকার বিনিময়ে।

[আরও পড়ুন: ‘সুইগি, জোম্যাটো নয়, মায়ের তৈরি খাবার দিন সন্তানদের’, পরামর্শ কেরল হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement