Advertisement
Advertisement
Amazon

আমাজনের মাধ্যমে আর অনলাইন খাবার ডেলিভারি নয়, ভারতে বন্ধ হচ্ছে পরিষেবা

২০২০ সালের মে মাসে এই পরিষেবা শুরু হয়েছিল।

Amazon to shut down food delivery service in India soon। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:November 26, 2022 12:50 pm
  • Updated:November 26, 2022 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আর খাবার ডেলিভারি করবে না আমাজন (Amazon)। ইতিমধ্যেই সহযোগী রেস্তোরাঁগুলির কাছে এই মর্মে বার্তা দিয়েছে সংস্থাটি। ২০২০ সালের মে মাসে দেশজুড়ে যখন অতিমারী আর লকডাউনের ভ্রুকুটি, তখনই এই ডেলিভারি শুরু করেছিল আমাজন। অবশেষে আগামী ২৯ ডিসেম্বরই বন্ধ হতে চলেছে এই পরিষেবা।

ইতিমধ্যেই সমস্ত সহযোগী রেস্তরাঁকে মেল করে আমাজনেক তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এই সিদ্ধান্তের অর্থ আপনারা আর ওই তারিখের পরে আমাজনের মাধ্যমে খাবারের অনলাইন অর্ডার পাবেন না। ততদিন পর্যন্ত অবশ্য অর্ডার পাবেন। এবং আমাদের আশা সেই সব অর্ডার আপনারা পূরণ করবেন।’ তবে এই বছরের মধ্যেই পরিষেবা বন্ধ হলেও ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত আমাজন টুল ও রিপোর্ট ব্যবহার করতে পারবে রেস্তরাঁগুলি। এবং পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ৩১ মার্চ পর্যন্ত সেই সংক্রান্ত সহায়তাও পাবেন।

Advertisement

[আরও পড়ুন: দোষীদের শাস্তি দিতে হবে, ২৬/১১ হামলার বর্ষপূর্তিতে পাকিস্তানকে বার্তা জয়শংকরের ]

প্রসঙ্গত, টুইটারের পথেই হেঁটে আমাজনও গিয়ে হাজার দশেক কর্মীকে ছাঁটাই করতে চলেছে বলে গুঞ্জন ক্রমেই বাড়ছে। সংস্থার বেশ কিছু ব্যবসায় যে বেশ মন্দা দেখা দিয়েছে তা জানা যাচ্ছে। এই পরিস্থিতিতেই ছাঁটাই ছাড়া উপায় দেখছে না তারা। ভারতে খাবার ডেলিভারি বন্ধও কি সেই সিদ্ধান্তেরই প্রতিফলন? উঠছে প্রশ্ন।

কিন্তু কেন হঠাৎ এতজন কর্মীকে একসঙ্গে ছেঁটে ফেলছে আমাজন? জানা গিয়েছে, প্রায় মাসখানেক ধরেই কর্মীদের সতর্ক করা হয়েছিল। উৎসবের মরশুমে প্রতিবার বিপুল লাভ হয় এই ই-কমার্স সংস্থার। কিন্তু চলতি বছরে লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। সেই কারণেই প্রায় দশ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই আমাজনের তরফে জানানো হয়েছিল, আপাতত নতুন করে নিয়োগ করা হবে না এই সংস্থায়।

[আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! বিজেপির দাবিতে শোরগোল, পালটা কংগ্রেসের ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement