সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনটা বদলাবেন ভাবছেন? ভাবছেন, বছর শেষের আগেই নিজের ফোর জি ফোন বদলে নতুন ফাইভ জি ফোন কিনবেন? তাহলে এখনই একবার ঘুরে আসুন আমাজনের ওয়েবসাইট থেকে। সেখানে শুরু হয়েছে ‘আপগ্রেড ডে’জ অফার। একাধিক ব্র্যান্ডের নতুন নতুন হ্যান্ডসেটের উপর রয়েছে দুর্দান্ত অফার। ব্যবস্থা রয়েছে নো কস্ট ইএমআই-এরও। এছাড়াও একাধিক ব্যাংকের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে মিলবে দারুন ছাড়। তবে এই সুযোগ মিলবে আর মাত্র চারদিন।
কী কী ব্র্য়ান্ডের ফোন মিলছে এই বিশেষ অফারে? রয়েছে শাওমি, iQOO, রিয়েলমি, টেকনো, অপ্পো, লাভার মতো একাধিক নামীদামি ব্র্যান্ডের টপ মডেলের হ্যান্ডসেট। শুধু কি তাই? ৫ হাজার টাকার কেনাকাটা করলে ১০ শতাংশ, সর্বোচ্চ ১ হাজার টাকা ছাড় মিলবে। তবে এই ছাড় পাওয়া যাবে শুধুমাত্র এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে। আবার ফেডেরাল ব্যাংকের ক্রেডিট কার্ডে ৫ হাজার টাকার বেশি কেনাকাটি করলে মিলবে সর্বোচ্চ ১২৫০ টাকা ছাড়। তবে এই অফার মিলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
কোন ব্র্যান্ডের কোন ফোনের দাম কত, দেখে নিন এক ঝলকে।
শাওমি
রেডমি এ ওয়ান (Redmi A1)- ৫ হাজার ৫৭৯ টাকা
রেডমি টেন এ (Redmi 10A)- ৭ হাজার ৪৬৯ টাকা
রেডমি ইলেভন প্রাইম ফাইভ জি ( Redmi 11 Prime 5G)- ১১ হাজার ৯৯৯ টাকা
রেডমি নোট ইলেভন (Redmi Note 11)- ১০ হাজার ৯৯৯
iQOO
iQOO Neo 6- ২৬ হাজার ৯৯৯ টাকা (নো কস্ট ইএমআই)
iQOO Z6 Pro- ১৯ হাজার ৯৯৯ টাকা
iQOO Z6 Lite- ১২ হাজার ৪৯৯ টাকা
টেকনো
টেকনো পপ সিক্স প্রো- ৫ হাজার ৫৭৯ টাকা
টেকনো স্পার্ক নাইন- ৭ হাজার ৬৪৯ টাকা
টেকনো POVA ফাইভ জি- ১৪ হাজার ২৯৯ টাকা
টেকনো ক্যামন ১৯-১৬ হাজার ৯৯৯ টাকা
রিয়েলমি
Realme Narzo 50i- ৫ হাজার ৪৯৯ টাকা
Realme Narzo 50A Prime- ৮ হাজার ৯৯৯ টাকা
অপ্পো
Oppo F21s Pro 5G- ২৪ হাজার ৪৯৯ টাকা
OPPO A76- ১৫ হাজার ৪৯০ টাকা
OPPO A77- ১৬ হাজার ৯৯৯ টাকা
লাভা
Lava Blaze NXT- ৮ হাজার ৩৬৯ টাকা
Lava Z3- ৬ হাজার ২৯৯ টাকা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.