প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাজন মানেই ছাড়ের মহা সমারোহ। মাঝে মাঝেই ই-কমার্স সংস্থা দুরন্ত সব ডিসকাউন্ট অফার দেয়। গ্রাহকরাও তাই অপেক্ষায় থাকেন। এবার ফের এসেছে সুযোগ। মনিটর, প্রিন্টার বা স্টোরেজ ডিভাইস কিনতে পারবেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে।
আপনি কি নিজের বাড়ির ‘ওয়ার্কস্পেস’কে ঢেলে সাজাতে চাইছেন? তাহলে এই অফারের সুযোগ নিতে পারেন। একটি ভালো মনিটর আপনার চোখের ধকল কমাতে পারে। একটি সঠিক প্রিন্টার সময় বাঁচাবে। একস্ট্রা স্টোরেজ ওয়ার্ক ফ্লো আরও বাড়াবে। তাই এই সুযোগ হাতছাড়া করাটা বোধহয় ঠিক হবে না।
আমাজনের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবেন কোন কোন ডিভাইসে কেমন ছাড় রয়েছে। তারপর সেই অনুযায়ী বেছে নিতে পারবেন পছন্দের অপশনটি। বিশেষ ছাড়ে মিলছে কিবোর্ড, মাউসও। সেই মতো বেছে নিয়ে বদলে ফেলুন আপনার সিস্টেমটি। দেখবেন, কাজে যেমন গতি এসেছে তেমনই নির্ভুলও হচ্ছে কাজ। অনেক সময় ছোটখাটো পরিবর্তনই ডেকে আনে বড়সড় পরিবর্তন। আমাজন সুযোগ দিচ্ছে সেই পরিবর্তনের পথে হাঁটারই।
সেরা অফার
জেব্রনিক্সের ইএ১২২ এলইডি মনিটর, এইচপির ২৩৩১ কালার প্রিন্টার, স্যানডিস্কের ১ টিবির পোর্টেবল এসএসডি, সিগেটের ওয়ান টাচ ১ টিবি এক্সটারনাল এসএসডির মতো ডিভাইসে রয়েছে সেরা অফার।
কী করবেন
আমাজনের সাইটে ঢুকে পছন্দের ডিভাইস বেছে নিয়ে সেগুলি কার্টে রেখে দিন। তারপর শপিং সম্পূর্ণ হলে পেমেন্ট করুন। মনে রাখতে হবে, সবগুলি প্রোডাক্টের ক্ষেত্রেই রিভিউ একবার দেখে নেওয়া ভালো। তাহলে আর দেরি কেন, ঢুকে পড়ুন আমাজনের জগতে। আর বেছে নিন আপনার জন্য সেরা অফারটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.