Advertisement
Advertisement

Breaking News

Amazon

শপিং এখন আরও আকর্ষণীয়! মেগা সেলের আগে বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান আনল Amazon

জেনে নিন খুঁটিনাটি।

Amazon introduces Prime Shopping Edition subscription plan | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 7, 2023 3:43 pm
  • Updated:October 7, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আবহে ৮ অক্টোবর ফিরছে আমাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। পোশাক থেকে আসবাব, গয়না থেকে ইলেকট্রনিক সরঞ্জাম, এক ক্লিকেই সস্তায় মিলবে সবকিছু। তবে ইউজারদের সুবিধার্থে আকর্ষণীয় মেম্বারশিপ প্ল্যানের কথা ঘোষণা করল এই ই-কমার্স সাইটটি। যাতে শপিংয়ের অভিজ্ঞতা হয়ে ওঠে আরও ভালো।

৮ অক্টোবর থেকে ফ্লিপকার্টে কেনাকাটায় মিলবে বিরাট ছাড়। জনপ্রিয় এই ই-কমার্স সাইটকে টেক্কা দিতেই এবার আমাজন (Amazon) ভারতে আনল প্রাইম মেম্বারশিপ প্রোগ্রামের নয়া ভার্সান। মূলত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ মেম্বারশিপ প্ল্যান। বার্ষিক ৩৯৯ টাকার বিনিময়ে প্রাইম শপিং এডিশন অফারটি পাওয়া যাবে। ফ্লিপকার্টের ইউজাররা বার্ষিক ৪৯৯ টাকার বিনিময়ে এমনই একটি অফার পান। প্রতিযোগিতায় তাদের পিছনে ফেলতেই এই উদ্যোগ আমাজনের।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় মমতার নেতৃত্বে লড়ুক প্রদেশ কংগ্রেস ও সিপিএম, রাহুল-খাড়গের কাছে আর্জি পওয়ারের]

এই স্পেশাল এডিশন সাবস্ক্রিপশনে কী পাওয়া যাবে? মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, আপনি এই প্ল্যানের আওতায় থাকলে বিনামূল্যে অর্ডার ডেলিভারি পাবেন. একদিনের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে ডেলিভারি। অর্থাৎ আমাজন প্রাইম মেম্বাররা যে সুযোগসুবিধা পান, এক্ষেত্রেও তা মিলবে। তবে এই প্ল্যানে প্রাইম ভিডিও, মিউজিক, রিডিং, গেমিং-সহ অন্যান্য বিনোদনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যাবে না। এগুলির জন্য আবার ১৪৯৯ টাকা এবং ছাড়ের সময় খরচ করতে হবে ৯৯৯ টাকা।

আমাজনের প্রায় ৮৫ শতাংশ ইউজারই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, সেই কারণেই এই ইউজারদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়। এর আগে বার্ষিক ৫৯৯ টাকার প্রাইম ভিডিও মোবাইল এডিশন চালু করেছিল আমাজন। এবার নয়া ভার্সানটি ইউজারদের পছন্দ হয় কি না, সেটাই দেখার।

[আরও পড়ুন: কেন্দ্রীয় ত্রাণে বঞ্চিত উত্তরবঙ্গ! ‘আমরা ভিখারি নই’, দিল্লিকে তোপ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement