Advertisement
Advertisement

চলতি মাসেই আবার ফিরছে আমাজনের ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল’

কবে থেকে অফার শুরু হচ্ছে, জানেন?

Amazon Great Indian Festival sale will be back on October 24
Published by: Tanujit Das
  • Posted:October 19, 2018 9:13 pm
  • Updated:October 19, 2018 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেনাকাটায় বিশেষ ছাড় পেতে কে না চায়৷ বিশেষ করে, উৎসবের মরশুম এলে অন্যান্য সমস্ত আনন্দের মাঝেই মনের মধ্যে উঁকি দিতে থাকে এই বিশেষ ছাড়ের আকাঙ্ক্ষা৷ কোথায় কত শতাংশ ছাড়া দিচ্ছে সেই খোঁজই চলে সারাক্ষণ৷ গ্রাহকদের এই আশাকে সামাল দিতে চলতি মাসের প্রথমেই ব্যাপক ছাড়ের লোভনীয় অফার নিয়ে হাজির হয়েছিল ই-কমার্স সাইট আমাজন৷ জানলে অবাক হবেন, একবার নয়, এই বিপুল ছাড়ের অফার নিয়ে আবারও হাজির হচ্ছে আমাজন এবং সেই অফারটি আসছে এই মাসেই৷ অর্থাৎ একই মাসে দুবার আকর্ষণীয় ছাড়ের অফার গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে ই-কমার্স সাইটটি৷

[পুজোর মরশুমে অত্যন্ত সস্তায় জোড়া স্মার্টফোন আনল এই কোম্পানি]

Advertisement

অনেকেই বলছেন, পুজোর মরশুম শেষ হলেও শেষ হচ্ছে না অফারের পালা৷ ফের ধামাকা। ক্রেতাদের জন্য লোভনীয় সব অফার নিয়ে হাজির হচ্ছে ই-কমার্স সাইট আমাজন৷ জানা গিয়েছে, ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে৷ স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা ও স্পিকারের উপর ছাড়া থাকবে বিপুল পরিমাণের৷ এখানেই শেষ নয়, এই অফারকে ব্লকবাস্টার হিট করার উদ্দেশ্যে বিনাসুদে ঋণ(নো কস্ট ইএমআই) নেওয়ার ব্যবস্থা করেছে অ্যামাজন৷ সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমেই সারতে হবে সমস্ত কেনাকাটা৷ পাঁচ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে আমাজন পে ব্যালেন্সে মিলবে ২৫০ টাকা বা তার বেশি মূল্য৷ অফার রয়েছে প্রাইম ভিডিও ও প্রাইম মিউজিকেও৷ আমাজন অ্যাপ জ্যাকপটে মিলতে পারে পাঁচ লক্ষ টাকার পুরষ্কার জেতার সুযোগ৷

[এই ফিচারটি আপডেট করল হোয়াটসঅ্যাপ, সমস্যায় পড়বেন গ্রাহকরা]

সংস্থার তরফ থেকে জানান হয়েছে, রেডমি ৬এ মোবাইল সেট, অ্যামাজন ফায়ার টিভি স্টিকেও মিলবে ব্যাপক ছাড়৷ আমাজন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মণীশ তেওয়ারি জানিয়েছেন যে, গ্রাহকরা যেভাবে তাঁদের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেলকে গ্রহণ করেছেন তাতে তাঁরা আপ্লুত৷ তাই এবার আরও আকর্ষণীয় অফার নিয়ে হাজির হচ্ছেন তাঁরা৷ এবার অনেক বেশই ছাড়ের ব্যবস্থা থাকছে স্মার্টফোন, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স সরঞ্জামে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement