সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম মানেই কেনাকাটা। কেউ আবার সারাবছর সঞ্চয় করেন পুজোর সময় ফোন কিনবেন বলে। তাঁদের অধিকাংশই অনলাইন শপিংয়ই বেশি পছন্দ করেন। ফলে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই-কর্মাস সাইটগুলির অফারের অপেক্ষায় থাকেন। প্রতিবছরের মতো এবারও দিওয়ালির আগে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হতে চলেছে অ্যামাজন। আইফোনে থাকছে বিশেষ ছাড়। ইতিমধ্যেই সেল শুরু হয়েছে ফ্লিপকার্টে।
iPhone 14- সদ্যই বাজারে এসেছে আইফোন ১৪। এর বেস ভ্যারিয়েন্ট হল ৬/১২৮ জিবি। এই ফোনের বাজারদর ৭৯,৯০০ টাকা। অ্যামাজন থেকে ইএমআই-তে কেনাকাটা করলে পাবেন ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ইএমআই না করলে পাবেন ১০০০ টাকা পর্যন্ত ছাড়। ফলে আইফোন ১৪ পেয়ে যেতে পারেন মাত্র ৭৮,৭৪০ টাকায়। ফ্লিপকার্ট থেকে কেনাকাটা করলেও পাবেন একাধিক ছাড়। যার ফলে পছন্দের ফোনটি নিজের কাছে পেয়ে যাবেন ৭৫, ৯০৫ টাকায়। ফলে ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন, পছন্দ মতো অ্যাপ থেকে কিনে ফেলুন ফোন।
iPhone 13- আইফোন ১৪ বাজারে আসায় আগেই খানিকটা দাম কমেছে আইফোন ১৩-এর। আলোর উৎসবের আগে আরও খানিকটা ছাড় পেয়ে যাবেন এই ফোনে। অ্যামাজন থেকে কেনা কাটা করলে পেয়ে যেতে পারেন ১২৫০ টাকা পর্যন্ত ছাড়। ফলে অ্যামাজন থেকে আইফোন ১৩ কিনতে খরচ করতে হবে ৬৩,৬৫০ টাকা। তবে নির্দিষ্ট কিছু ব্যাংকের গ্রাহকদের ক্ষেত্রে ফ্লিপকার্টে থেকে কেনাকাটা করাই ভাল। কারণ, ৫৮, ৭৬৯ টাকায় ফ্লিপকার্টে পেয়ে যাবেন আইফোন ১৩।
iPhone 12 ও 11- স্বাভাবিকভাবেই দাম কমছে আইফোন ১২ ও ১১-এরও। উৎসবের মরশুমে আইফোন ১২ পেয়ে যাবেন ৫৫ হাজারের অনেকটা কমে। আইফোন ১১ পাবেন ৪২ হাজারে। তবে শুধু আইফোন নয়, দিওয়ালি সেলে বিভিন্ন ব্র্যান্ডের ফোন ছাড়াও সমস্ত জিনিসেই মিলবে ছাড়। তাই আর দেরি নয় এখনই শুরু করুন শপিং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.