Advertisement
Advertisement

Breaking News

বাজার ধরতে পাঁচটি আকর্ষণীয় অফার আনল এয়ারটেল

কী রয়েছে নয়া এই রিচার্জ প্ল্যানগুলিতে?

Airtel's Postpaid Plans Explained
Published by: Kumaresh Halder
  • Posted:December 1, 2018 4:54 pm
  • Updated:December 1, 2018 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে গ্রাহক ধরে রাখার মরিয়া চেষ্টা চালাল ভারতীয় এয়ারটেল৷ রিলায়েন্স জিও’র সঙ্গে প্রতিযোগিতার টিকে থাকতে আকর্ষণীয় অফার ছাড়ল সুনীল মিত্তলের সংস্থা৷ শনিবার পোস্টপেড গ্রাহকদের জন্য একগুচ্ছ মাসিক রিচার্জ প্লান ঘোষণা করে ভারতী এয়ারটেলের তরফে জানানো হয়েছে, ওয়েব দুনিয়ার বদলে যাওয়া পরিস্থিতি বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ৩৯৯ টাকা থেকে ১,১৯৯ টাকার মোট পাঁচটি রিচার্জ প্লানে থাকছে দেদার ভিডিও দেখার সুযোগ৷ মাত্র ৩৯৯ টাকার রিচার্জে মিলবে Amazon Prime Video, Netflix-এর গ্রাহক হওয়ার সুযোগ৷ একই সঙ্গে ৪৯৯, ৬৪৯, ৭৯৯ ও ১,১৯৯ টাকার রিচার্জে আনলিমিটেড কল, এসএমএস, ডেটা সার্ভিসের সঙ্গে বিনামূল্যে মিলবে Amazon Prime Video, Netflix-এর গ্রাহক হওয়ার সুযোগ৷ এখনও পর্যন্ত এটাই ভারতীয এয়ারটেলের সব থেকে সেরা রিচার্জ অফার বলে সংস্থার তরফে দাবি জানানো হয়েছে৷

কী রয়েছে নয়া এই রিচার্জ প্লানে? একনজরে দেখে নিন এয়ারটেলের পাঁচটি আকর্ষণীয় অফার৷

Advertisement

৩৯৯ টাকার রিচার্জ অফার: সংস্থার তরফে জানানো হয়েছে, ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে আনলিমিটেড ফোন করার সুযোগ পাবেন গ্রাহকরা৷ সঙ্গে মাসে ৪০ জিবি 3G/4G ডেটা পাওয়া যাবে৷ ডেটা বেঁচে গেলে তা পরবর্তী মাসেও ব্যবহার করতে পারেন গ্রাহকরা৷ একই সঙ্গে থাকছে Amazon Prime Video-এর এক বছরের গ্রাহক হওয়ার সুযোগ৷ Zee5 ও Airtel TV-র পরিষেবাও পাবেন গ্রাহকরা৷

[আগামী মাসেই ভারতীয় বাজারে আসছে Nokia 7.1, দাম জানেন?]

৪৯৯ টাকার রিচার্জ অফার: সংস্থার তরফে জানানো হয়েছে, ৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করালে আনলিমিটেড ফোনের সুযোগ পাবেন গ্রাহকরা৷ সঙ্গে থাকছে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুযোগ৷ নয়া এই প্লানে মাসে ৭৫ জিবি 3G/4G ডেটা পাওয়া যাবে৷ ডেটা বেঁচে গেলে তা পরের মাসেও ব্যবহার করতে পারেন গ্রাহকরা৷ একইসঙ্গে মিলবে Netflix-এক গ্রাহক হওয়ার সুযোগ৷ তিন মাসের জন্য খুলে যাবে Netflix-এর বিনোদনের দুনিয়া৷ সঙ্গে এক বছর Amazon Prime Video দেখার সুযোগ৷ Zee5 ও Airtel TV দেখার সুযোগও মিলবে মাত্র ৪৯৯ টাকার রিচার্জ অফারের সঙ্গে৷

৬৪৯ টাকার রিচার্জ অফার: ৬৪৯ টাকা দিয়ে রিচার্জে আনলিমিটেড ফোন, বিনামূল্যে এসএমএস পাঠানোর সুযোগ পাওয়া যাবে৷ নয়া এই প্লানে মাসে ৯০ জিবি 3G/4G ডেটা পাওয়া যাবে৷ তিন মাসের জন্য Netflix ও এক বছর Amazon Prime Video দেখার সুযোগ থাকবে৷ Zee5 ও Airtel TV দেখার সুযোগও মিলবে নয়া এই প্লানে৷

[মোবাইলে ব্যালেন্স থাকলে পরিষেবা বন্ধ করা যাবে না, নির্দেশ ট্রাইয়ের]

৭৯৯ টাকার রিচার্জ অফার: ৭৯৯ টাকা দিয়ে রিচার্জে আনলিমিটেড ফোন, বিনামূল্যে এসএমএস ও সঙ্গে ১০০ জিবি 3G/4G ডেটা পাওয়া যাবে৷ তিন মাসের জন্য Netflix ও এক বছর Amazon Prime Video দেখার সুযোগ থাকবে৷ একই ভাবে মিলবে Zee5 ও Airtel TV দেখার সুযোগ৷

১১৯৯ টাকার রিচার্জ অফার: সব থেকে দামি এই প্ল্যানে থাকছে ১২০জিবি 3G/4G ডেটা পরিষেবা৷ আনলিমিটেড ফোন, বিনামূল্যে এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গে তিন মাসের জন্য Netflix ও এক বছর Amazon Prime Video- গ্রাহক হওয়ার সুযোগ৷ একই ভাবে Zee5 ও Airtel TV দেখতে পারবেন গ্রাহকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement