Advertisement
Advertisement

Breaking News

মাত্র ২৫০ টাকায় ১০ জিবি 4G ডেটা দিচ্ছে Airtel

এই অফার পেতে কী করতে হবে?

Airtel offers 10GB 4G data with Samsung J series smartphone for Rs 250
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 4:40 pm
  • Updated:July 17, 2019 1:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম স্মার্টফোন নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল ঘোষণা করল, স্যামসাং ‘জে’ সিরিজের কয়েকটি নির্বাচিত হ্যান্ডসেট কেনার সময় বাড়তি ২৫০ টাকা দিলেই মিলবে ১০ জিবি ফোর-জি ডেটা৷ নতুন ও বর্তমান গ্রাহক- উভয়েই এই পরিষেবার সুবিধা পাবেন৷

ভারতী এয়ারটেলের মার্কেট অপারেশন ডিরেক্টর অজয় পুরি বলেন, “স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি৷ আমাদের আশা, এই সিরিজের স্মার্টফোনগুলিতে এয়ারটেলের ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করতে পেরে গ্রাহকরা সন্তুষ্ট হবেন৷” যে সমস্ত শহরে এখনও এয়ারটেলের ফোর-জি পরিষেবা মিলছে না, সেখানকার গ্রাহকরা একই দামে ১০ জিবি থ্রি-জি ডেটা পাবেন৷ এর মধ্যে এক জিবি ডেটা দিনে ও ৯ জিবি ডেটা রাতে ব্যবহার করা যাবে৷

Advertisement

এই অফার পেতে কী করতে হবে?

সংস্থা সূত্রে খবর, ‘জে’ সিরিজের নির্বাচিত হ্যান্ডসেট কেনার পর এয়ারটেলের ওয়েবসাইট ভিজিট করে অফারটি চালু করতে হবে৷ যে কোনও এয়ারটেল শপে গিয়েও এই অফার চালু করা যেতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement