সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিটকয়েন বা ডজকয়েন কিংবা ওই ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হলে সবার আগে নাম আসবে মার্কিন ধনকুবের এলন মাস্কের। বরাবরই টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে পোস্টও করতে দেখা যায় তাঁকে। কিন্তু সেই পোস্টই এবার করতে দেখা গেল আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM-এর টুইটার হ্যান্ডেল থেকেও। শুধু তাই নয়, নামও বদলে গেল সেটির। যা দেখে আবার অনেকেই মজা করে বলতেও শুরু করলেন, এলন মাস্ক কি মিমের সঙ্গে যুক্ত হলেন?
শুনতে অবাক লাগলেও সত্যিই কিন্তু এমনটা ঘটেছে। তবে না, এলন মাস্ক ওয়েইসির দলে যোগ দেননি। কিংবা AIMIM তাদের টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তন করেনি। আসলে রবিবার হ্যাক হয়ে যায় মিমের টুইটার হ্যান্ডেলটি। হ্যাকাররা পরবর্তীতে সেটির নাম পালটে দেয়। AIMIM-এর জায়গায় নতুন নাম হয় Elon Musk। আর এখানেই শেষ নয়, অ্যাকাউন্টটি থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একাধিক টুইটও হতে থাকে।
বিষয়টি নেটিজেনদের নজরে আসতেও সময় লাগেনি। পরবর্তীতে মিমের পক্ষ থেকে সেকথা জানিয়েও দেওয়া হয়। যদিও তাতে নেটিজেনরা চুপ করে বসে থাকেননি। এই নিয়ে অনেকেই মজা করতে থাকেন। কেউ লেখেন, “এবার মিমের সবাইকে ক্রিপ্টোকারেন্সি দেওয়া হতে পারে।” কেউ আবার প্রশ্ন করেন এলন মাস্ক কবে ওয়েইসির দলের সঙ্গে যুক্ত হলেন?
AIMIM spokesperson says party’s official Twitter account hacked; profile name changed to ‘Elon Musk’
— Press Trust of India (@PTI_News) July 18, 2021
The hackers changed the #Twitter profile name from #AIMIM to ‘Elon Musk’ and also the profile picture of the handle was changed with the photo of the Tesla CEO.https://t.co/m0DoELI4kN
— India TV (@indiatvnews) July 18, 2021
Elon Musk joined AIMIM. 😂 pic.twitter.com/02MeMe75Lq
— Turk🇮🇳 (@Turk0170) July 18, 2021
Even Elon Musk is supporting MIM in UP. And in support of Owaisi he changed his username. https://t.co/JofbgPszun
— 🇵🇸 (@nigarrkhanam) July 18, 2021
Elon musk after seeing it: https://t.co/vzOdFlWXPK pic.twitter.com/CFO3oxcXy7
— Gaurav Savad (@GauravSavad) July 18, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.