Advertisement
Advertisement

Breaking News

password

মুহূর্তে আপনার পাসওয়ার্ড হাতাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন সুরক্ষিত থাকার ৭ উপায়

সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য!

AI may your password, here is what you can do to stay safe | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 10, 2023 6:09 pm
  • Updated:April 10, 2023 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। যত দিন যাচ্ছে, এই কৃত্তিম বুদ্ধিমত্তার দাপট ততই বাড়ছে। অত্যাধুনিক এই প্রযুক্তির সৌজন্যে বহু কঠিন সমস্যারও অনায়াসেই সমাধান হচ্ছে! কিন্তু কয়েনের উলটো পিঠের মতো এর বিপজ্জনক দিকও আছে। চোখের পলকে আপনার মোবাইল কিংবা ই-মেল কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে এই AI।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত পাসওয়ার্ড (Password) অতি সাধারণ বা অনেকেই ব্যবহার করে থাকেন, তার ৫০ শতাংশরই পর্দাফাঁস করে ফেলেছে AI। তাও আবার এক মিনিটেরও কম সময়ে। ওই সমীক্ষা অনুযায়ী, পাসগ্যান নামের AI পাসওয়ার্ড ক্র্যাকারটি মোট এক কোটি ৫৬ লক্ষ ৮০ হাজার পাসওয়ার্ড নিয়ে কাজ করেছে। সেখানে ৫১ শতাংশ পাসওয়ার্ড এক মিনিটের মধ্যেই খুলে ফেলেছে এই প্রযুক্তি। ৬৫ শতাংশ পাসওয়ার্ড জানতে তার সময় লেগেছে ঘণ্টা খানেক। আর ৮১ শতাংশ পাসওয়ার্ড জানতে এক মাস সময় নিয়েছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।

Advertisement

[আরও পড়ুন: ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’! সোশ্যাল মিডিয়ায় ‘খবর’ ছড়াতেই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী]

স্বাভাবিক ভাবেই এমন সমীক্ষা বেশ মাথাব্যথার। কীভাবে এই অত্যাধুনিক চোখ থেকে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ রাখবেন? চলুন জেনে নেওয়া যাক সাইবার বিশেষজ্ঞদের মতামত।

১. সুরক্ষিত থাকতে ভুলেও সহজ বা অনায়াসেই আন্দাজ করা যায়, এমন পাসওয়ার্ড ব্যবহার বন্ধ করুন।
২. শুধু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন না। ক্যাপিটাল ও স্মল লেটার, স্পেশ্যাল সিম্বল ব্যবহার করুন।
৩. সব মিলিয়ে অন্তত ১৫টি অক্ষরের পাসওয়ার্ড রাখার চেষ্টা করুন। ১৮ হলে আরও ভাল হয়।
৪. এত দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন। পরপর অনেকগুলি এক কিংবা শূন্য অথবা জন্ম তারিখ দিয়ে পাসওয়ার্ড বানাবেন না।
৫. গবেষণা বলছে পাসওয়ার্ডে অন্তত দুটি ক্যাপিটাল লেটার ও দুটি স্মল লেটার, নম্বর এবং সিম্বল থাকলে পাসওয়ার্ড পক্ত হয়।
৬. তিন থেকে ছ’মাসের মধ্যে অবশ্য পাসওয়ার্ড বদলে ফেলুন।
৭. সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

[আরও পড়ুন: পাঁচ ছক্কা হাঁকিয়ে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর রিঙ্কু, KKR তারকাকে কী বার্তা শ্রেয়সের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement