Advertisement
Advertisement
Maldives

ভিলেন মালদ্বীপ, লাক্ষাদ্বীপ ঘোরার দুর্দান্ত প্যাকেজ ঘোষণা এই অনলাইন এজেন্সিগুলির!

মোদিকে 'অপমান' করার প্রতিবাদস্বরূপ মালদ্বীপের সব বুকিং বাতিল করেছে ইজ মাই ট্রিপ।

After cancelling flights to Maldives, EaseMyTrip launches Lakshadweep packages | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 8, 2024 8:57 pm
  • Updated:January 8, 2024 9:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-মালদ্বীপ বিতর্কের মাঝে দেশের পাশে দাঁড়িয়েছে অনলাইন ট্রাভেল বুকিং সংস্থা ইজ মাই ট্রিপ। মালদ্বীপের (Maldives) সমস্ত বুকিং বাতিল করে দিয়েছে তারা। শুধু তাই নয়, পর্যটকদের লাক্ষাদ্বীপ ভ্রমণে উৎসাহ দিতে দুর্দান্ত প্যাকেজের ঘোষণাও করা হয়েছে। তবে একা ইজ মাই ট্রিপ নয়, এই প্রয়াসে শামিল মেক মাই ট্রিপের মতো জনপ্রিয় এজেন্সিও।

অনলাইন ট্রাভেল এজেন্সি ইজ মাই ট্রিপের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের সোশাল মিডিয়ায় নানা অপমানজনক মন্তব্য করা হয়েছে। তাই মালদ্বীপের কোনও বুকিং করবে না সংস্থাটি। তাঁদের প্ল্যাটফর্মে বার্ষিক ২.৪ লক্ষ বুকিং হয়। এমনকী গত বছর মালদ্বীপ যাওয়ার হিড়িক এতটাই বেড়েছিল যে বুকিংয়ের পরিমাণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পায়। কিন্তু মোদিকে ‘অপমান’ করার প্রতিবাদস্বরূপ তারা মালদ্বীপের বুকিং আর নেবে না। এহেন সিদ্ধান্ত ঘোষণার পরই লাক্ষাদ্বীপের জন্য স্পেশাল প্যাকেজের কথা জানাল ইজ মাই ট্রিপ।

Advertisement

[আরও পড়ুন: আজও ধর্মের কল বাতাসে নড়ে! বিলকিস রায় ভরসা জোগাবে নির্যাতিতাদের]

তারা জানায়, লাক্ষাদ্বীপের সৌন্দর্যের সাক্ষী থাকতে তারা দারুণ প্যাকেজ এনেছে। যা তাদের ওয়েবসাইটে গেলেই বিস্তারিত জেনে নেওয়া যাবে। এর পাশাপাশি শীঘ্রই লাক্ষাদ্বীপ ট্যুরিজমের সঙ্গে গাঁটছড়া বেঁধে আরও আকর্ষণীয় অফার ঘোষণা করবে তারা। এদিকে আরেক অনলাইন ট্রাভেল এজেন্সি মেক মাই ট্রিপ জানাচ্ছে, প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার পর থেকেই লাক্ষাদ্বীপ নিয়ে আগ্রহ বেড়েছে পর্যটকদের। এই অনলাইন প্ল্যাটফর্মে লাক্ষাদ্বীপ ঘোরার আগ্রহ ৩৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেই দাবি ওই এজেন্সির।

শুধু তাই নয়, ‘বিচেস অফ ইন্ডয়া’ বা ভারতের সৈকত নামের একটি নয়া অভিযানও শুরু করেছে মেক মাই ট্রিপ। অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তের সৈকত শহরে ঘুরতে যাওয়ার জন্য এই এসেন্জির মাধ্যমে বুকিং করলে মিলবে দুর্দান্ত ছাড়। এবার নিজেরাই ঠিক করে ফেলুন ‘অতুলনীয় ভারতে’র কোন শহর ভ্রমণ করবেন।

[আরও পড়ুন: পুরোহিতের মেয়ে নমাজের পর বিরিয়ানি রাঁধছে! আইনি বিপাকে ‘জওয়ান গার্ল’ নয়নতারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement