Advertisement
Advertisement

Breaking News

Elon Musk

AI ধ্বংস করবে মানব সভ্যতাকে! আশঙ্কা নিয়ে মুখ খুললেন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তাই শেষ করবে মানুষের যুগ?

Above-zero chance AI will kill us, says Elon Musk। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 2, 2023 2:38 pm
  • Updated:November 2, 2023 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (Artificial Intelligence) কারণেই নাকি বিলুপ্তি ঘটতে পারে মানব সভ্যতার! এমন আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। বিশেষ করে গত বছর থেকে চ্যাটজিপিটির মতো বটের আবির্ভাবের পর থেকে সে সম্ভাবনা জোরালো হয়েছে। এই পরিস্থিতিতে এলন মাস্ক মুখ খুললেন এআইয়ের ‘বিপদ’ নিয়ে। টেসলার সিইও ও এক্সের মালিক জানাচ্ছেন, এমন আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাবে না। তবে সেই আশঙ্কা বিরাট কিছু নয়। আবার শূন্যও নয়।

বিশ্বের প্রথম ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিটে’ অংশ নিয়েছিলেন মাস্ক। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে সভ্যতার অবলুপ্তির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে মাস্ককে বলতে শোনা যায়, ”কিছুটা সম্ভাবনা আছে বইকি। শূন্যের বেশি। এআই আমাদের সবাইকে মেরে ফেলবে। আমার ধারণা স্বল্প হলেও কিছুটা সম্ভাবনা রয়েছে। আসলে মানব সভ্যতা সব সময়ই ভঙ্গুর। আপনারা যদি ইতিহাসের দিকে তাকান, দেখবেন প্রতিটি সভ্যতারই কিন্তু একটা নির্দিষ্ট জীবনকাল ছিল।”

Advertisement

[আরও পড়ুন: মণিপুরে ফের অস্ত্রাগার লুন্ঠনের চেষ্টা, মুখ্যমন্ত্রী বীরেনের বাংলোর কাছেই অরাজকতা]

এদিকে ভারত-সহ ২৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করল এআই সংক্রান্ত এক ঘোষণায়। ব্রিটেনে হওয়া সেই বৈঠকে আলোচনা হয়েছে এআইয়ের ঝুঁকির দিকটি খতিয়ে দেখতে একসঙ্গে কাজ করার। ভারত ছাড়াও যে দেশগুলি স্বাক্ষর করেছে তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চিন, ফ্রান্স, জার্মানি প্রভৃতি।

[আরও পড়ুন: কেজরিওয়ালের হাজিরার দিনই ইডির নজরে দিল্লির আরেক মন্ত্রী, সকাল থেকেই চলছে তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement