সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমবেশি সকলেই এখন ট্রু কলার (Truecaller) ব্যবহার করেন। তার কারণ, ফোনে এই অ্যাপটি থাকলে অচেনা নম্বর থেকে ফোন এলেও সহজেই বোঝা যায় ওপ্রান্তে কে রয়েছেন। কিন্তু ট্রু কলার ব্যবহার করলেও অনেকেই জানেন না অ্যাপের আরও বিশেষ আটটি ফিচার। আসুন জেনে নেওয়া যাক।
১. স্মার্ট এসএমএস: স্প্যামের ভিড়ে অধিকাংশ ক্ষেত্রেই হারিয়ে যায় গুরুত্বপূর্ণ মেসেজ। কিন্তু ট্রু কলারে রয়েছে বিশেষ ব্যবস্থা। যেখানে আলাদা ক্যাটাগরি অনুযায়ী সমস্ত মেসেজ দেখায়। ফলে প্রয়োজনীয় মেসেজ হারানো বা নজর এড়ানোর সম্ভাবনা খুবই কম।
২. গুরুত্বপূর্ণ মেসেজ: ট্রু কলারে রয়েছে ফ্ল্যাশ মেসেজ অপশন। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ ভেসে ওঠে স্ক্রিনের উপর।
৩. এডিট সেন্ট চ্যাট মেসেজ: অনেক ক্ষেত্রেই ‘অটো কারেক্ট’ -এর কারণে মেসেজে এক কথা লিখতে গিয়ে হয়ে যায় অন্য কিছু। ট্রু কলার থেকে মেসেজ করলে ভুল হলে কোনও সমস্যা নেই। রয়েছে এডিটের অপশনও।
৪. বড় ফাইল শেয়ার: ট্রু কলারে রয়েছে ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ারের অপশন।
৫. পাসওয়ার্ড প্রটেক্ট মেসেজ: ট্রু কলারে রয়েছে মেসেজ পাসওয়ার্ড দিয়ে লক করার ব্যবস্থা।
৬. কল রিসন: ট্রু কলারে রয়েছে ‘কল রিসন’ ফিচার। এর মাধ্যমে ফোন করার কারণ জানাতে পারেন ব্যবহারকারী। সেক্ষেত্রে ডিসপ্লেতে ভেসে উঠবে ফোন করার কারণ।
৭. স্প্যাম ব্লকিং: এই অ্যাপে রয়েছে স্প্যাম ব্লকিং ফিচার। যা নিজে থেকে স্প্যাম কলকে চিহ্নিত করে তা ব্লক করে দিতে পারে।
৮. স্মার্ট রিমাইন্ডার: ট্রু কলারের রিমাইন্ডার ফিচার আপনাকে মনে করিয়ে দিতে পারে বিল পেমেন্ট-সহ একাধিক বিষয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.