Advertisement
Advertisement

Breaking News

Threads

তরতরিয়ে ইউজার বাড়িয়েই জনপ্রিয়তায় ভাটা, আরও নতুন ফিচার আনছে Threads

মেটার তরফে জানানো হয়েছে, থ্রেডসে এমন পাঁচটি ফিচার আছে, যা টুইটারে নেই।

6 Threads features that Twitter lacks | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 17, 2023 7:56 pm
  • Updated:July 17, 2023 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মপ্রকাশের পরই তরতরিয়ে বাড়তে শুরু করেছিল থ্রেডসের ইউজারের সংখ্যা। কিন্তু দিন দশেক কাটতে না কাটতেই এই প্ল্যাটফর্ম নিয়ে ঝপ করে কমল আগ্রহ। আর তাই আরও কিছু ফিচার এনে ইউজারদের নজর কাড়তে ব্যস্ত মেটার এই নয়া প্ল্যাটফর্ম। এমনকী মেটার তরফে জানানো হয়েছে, এতে এমন পাঁচটি ফিচার আছে, যা টুইটারে নেই।

টুইটারকে টেক্কা দিতেই আত্মপ্রকাশ থ্রেডসের (Threads)। প্রথম কয়েক দিনের মধ্যেই ১ কোটি ছাড়িয়ে যায় এই প্ল্যাটফর্মের ইউজারের সংখ্যা। কিন্তু বর্তমানে সেই জনপ্রিয়তা পাঁচভাগের একভাগে এসে দাঁড়িয়েছে। আগের তুলনায় থ্রেডসে ইউজারা অনেকটাই কম সময় কাটাচ্ছেন। কিন্তু এত সহজে হাল ছাড়তে নারাজ মেটা। তাই এই প্ল্যাটফর্মকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক ফিচার আনতে চলেছে মেটা। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে টুইটারের মতো এই থ্রেডসেও যুক্ত হবে ডিরেক্ট মেসেজ অপশনটি। অর্থাৎ কোনও ইউজারকে সরাসরি মেসেজ করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে। এছাড়াও এমন পাঁচটি ফিচার রয়েছে যা টুইটারে পাওয়া যায় না।

Advertisement

[আরও পড়ুন: সাবমেরিনের খরচ কমাতে দুর্বল প্রযুক্তি, টাইটান বিপর্যয়ের জন্য কাঠগড়ায় আয়োজক সংস্থা]

১. থ্রেডসে একসঙ্গে ১০টি ছবি কিংবা ১০টি ভিডিও আপলোড করা যায়। অর্থাৎ একটি পোস্টে চোখ রাখলে একসঙ্গে ১০টি ছবি অথবা ভিডিও দেখার সুযোগ পাবেন ইউজাররা। টুইটারে যে সংখ্যাটা মাত্র চার।
২. কারা আপনার প্রোফাইল দেখতে পাবেন, তা আপনি নিজেই ঠিক করতে পারবেন। যাকে পছন্দ নয়, তাকে ব্লক করে কিংবা মিউট করে রাখার অপশন পাবেন।
৩. টানা সোশ্যাল প্ল্যাটফর্মে চোখ আটকে থাকলে চোখের উপর চাপ বাড়ে। তাই থ্রেডস আপনাকে ১০ মিনিট অন্তর বিরতি নেওয়ার কথা মনে করাবে। আপনি সেই নোটিফিকেশন অন করে রাখতেই পারেন।
৪. কোনও মিটিং কিংবা ব্যস্ততার মধ্যে থাকলে সাময়িকভাবে নোটিফিকেশন বন্ধ রাখার অপশন রয়েছে আপনার কাছে।
৫. মিম কিংবা পোস্ট কিংবা ছবি, যা থ্রেডসে পোস্ট করবেন, তা সরাসরি ইনস্টাগ্রামেও পোস্ট করে দেওয়া যাবে।

[আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, হাই কোর্টে বিকাশরঞ্জন-সহ একাধিক আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement