Advertisement
Advertisement
Mahakumbh

মহাকুম্ভের প্রহরায় ‘ডিজিটাল ডোর’, যোগীর উদ্যোগে নজিরবিহীন নিরাপত্তা প্রয়াগরাজে

সারাদিনই 'ডিজিটাল চোখ' নজরদারি চালাবে সর্বত্র।

4 digital doors of Mahakumbh security will open as soon as the QR code is scanned
Published by: Hemant Maithil
  • Posted:January 3, 2025 4:07 pm
  • Updated:January 3, 2025 4:50 pm  

হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০২৫ সালের মহাকুম্ভকে ঐশ্বরিক ও মহত্তম করার অঙ্গীকার করেছেন। ঝড়ের গতিতে চলছে কাজ। সাধুসন্ত, নাগা সন্ন্যাসী, যোগী এবং সাধারণ পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে যেমন জোর দেওয়া হয়েছে, তাঁদের খাওয়া দাওয়া, থাকার বন্দোবস্ত থেকে বিনোদন- নজর সবদিকেই। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য নিরাপত্তার নজিরবিহীন ব্যবস্থাও নেওয়া হয়েছে। সব মিলিয়ে ‘মহাকুম্ভ ২০২৫’ ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এক নিদর্শন স্থাপন করবে বলেই মনে করা হচ্ছে। যা একই সঙ্গে মহান ও ঐশ্বরিক হয়ে উঠবে।

এই প্রথম পুণ্যার্থীরা এক্স হ্যান্ডল, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মাধ্যমে একদম ‘রিয়েল টাইম’ আপডেট পাবেন মহাকুম্ভের। পাশাপাশি সিনিয়র পুলিশ অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগও করা যাবে মাত্র কয়েক সেকেন্ডে। আর এজন্য তৈরি করা হয়েছে চারটি ‘ডিজিটাল দরজা’। কিউআর কোড স্ক্যান করে সরাসরি নিরাপত্তা বিভাগের সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। নিজেদের অভিযোগ জানাতে পারবেন পুণ্যার্থীরা। তাছাড়া সারাদিনই ‘ডিজিটাল চোখ’ নজরদারি চালাবে সর্বত্র।

Advertisement

4 digital doors of Mahakumbh security will open as soon as the QR code is scanned

১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ। পদ্মশ্রী, পদ্মবিভূষণ ও সারা দেশের খ্যাতনামা শিল্পীরা এখানে থাকবেন। নানা সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থেকে পারফর্ম করবেন। থাকবে আকাশভ্রমণের বন্দোবস্তও। হেলিকপ্টারে ৭ থেকে ৮ মিনিট আকাশপথে বেড়ানোর সুযোগ পাবেন পুণ্যার্থীরা।

মহাকুম্ভের নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁক রাখছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। নাশকতা রুখতে মোতায়েন করা হচ্ছে এনএসজি কমান্ডো বাহিনী এবং স্নাইপার প্লাটুন। কানাডাবাসী খলিস্তানি জঙ্গিনেতা গুরুপতবন্ত সিং পান্নুন মহাকুম্ভে হামলা চালানোর হুমকি দিয়েছে। বেশ কয়েকটি ইসলামি জঙ্গি সংগঠনেরও নিশানায় রয়েছে প্রয়াগরাজের পূর্ণকুম্ভ। এই পরিস্থিতিতে শাহি স্নানের স্থান, মন্দির এবং পার্কিং লট’গুলির নজরদারিতে ২৬টি নাশকতা দমন টিম মোতায়েন করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement